নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেবার মতো বিশেষ কিছু নেই। আপাতত দু\'পেয়ে জীব মাত্র। মানুষ হতে পারলে জানবো ক্ষণ..

ব্লগার রবিন

খাই দাই, ঘুরে বেড়াই আর বনের মোষ তাড়াই!

ব্লগার রবিন › বিস্তারিত পোস্টঃ

হাঁটুরে গপ্প

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৩

দুই বড়ভাই গরু কিনতে হাটে গেছেন।

প্রাথমিকভাবে উনারা ষাঁড় কিনবেন বলে ঠিক করেন।

দরদাম করে বেশ কমের মধ্যে একটা লাল গরু উনাদের পছন্দ হলো।

তো কিনে ফেললেন। বড়ো ঠাণ্ডা মেজাজের সে গরু।

দুইজনে তো বেজায় খুশি, এতো লক্ষ্মী গরু!



বাসার দিকে আসছেন।

পথে মানুষজন গরুর দাম জিজ্ঞেস করে আর অবাক হয়।

"মাশাল্লাহ্‌, ভালো হয়েছে।" বলে প্রশংসাও করেন অনেকে।



কিন্তু মাঝপথে একজন গরুর দাম শুনে

চট করে গরুর নিচের দিকে উঁকি দেন।

ঠাস করে দাঁড়িয়ে আঙ্গুল তুলে বললেন,

"আরে ভাই! এইটা তো গাই, গাই!!"



"গাই!" ও মোর খোদা!

কিনতে গেলাম ষাঁড় - লইলাম গাই!!

কেনার সময় তো আর নিচে তাকাই নাই!!!



দুইজনের তো আক্কেলগুড়ুম অবস্থা!



এখন বাসায় গিয়ে কি বলবেন?

"ষাঁড়ের জায়গায় গাই! কি করলাম ভাই" টাইপ অবস্থা।



শেষে বুদ্ধি করা হলো বলা হবে যে,

"গাভীর চেহারা মায়াময়, চোখে মায়া - মুখে মায়া,

এমন কি ডাকেও কি সে সুগভীর মায়া!"

মায়ার টানেই এই গাই কিনলাম ভায়া!!



ঘটনা জানার পর মায়াই লাগছে!

না, ভাইয়েদের ষাঁড় ভেবে গাভী কেনার জন্য না।

গাইটার জন্য...



গরু কিনতে গেলে সাবধান,

এই জিনিসটা মনে রেখে যান।

একবার হলেও নিচে তাকানো চাই,

নাইলে ষাঁড় ভেবে নিয়ে আসবেন গাই!!



হাঁটুরে গপ্প

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৬

ভিটামিন সি বলেছেন: মজা পেলুম গো দাদা।।

১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৩

ব্লগার রবিন বলেছেন: মজাই মজা! :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.