নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে সংখ্যালঘু বলে গালি দিবনে না আমাকে সনাতনী হতে অনুপ্রানিত করুন । ধন্যবাদ ।

সাগর কর্মকার

আমি স্বাধীনতা চাই ।

সাগর কর্মকার › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মাষ্টমী ।

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৩০

আগামি ২৫ শে আগস্ট বৃহস্পতিবার
ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪২ তম শুভ জন্মাষ্টমী

জন্মাষ্টমী পালন সম্পর্কে বিধর্মী নাস্তিকদের কিছু প্রশ্ন ও যথাযত জবাব
প্রশ্ন : আমরা শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করি কিন্তু মৃত্যুদিবস পালন করি না কেন ?
উত্তর : মৃত্যুদিবস ? কার মৃত্যুদিবস ?
ভগবান তো মৃত্যু বরন করে নি । তিনি তো লীলা সংবরন করেছিলেন
আবার হয়ত বলতে পারে ,যার জন্ম আছে তার মৃত্যু আছে ।
হ্যা ! ঠিকই তো যার জন্ম আছে তার অবশ্যই মৃত্যু আছে ।
কিন্তু সেটা সাধারন মানুষের জন্য ।
ভগবান তো জন্মমৃত্যু রহিত ।
কিন্তু তা সত্ত্বেও তিনি জীবের কল্যানে লোকশিক্ষা প্রদানে জন্মগ্রহন করেছিলেন ।
ভগবান কখনো সর্বসাধারনকে বলে না “আমি ভগবান’’......
জ্ঞানিরা বুঝে নেয়
আর যারা তার লীলা বুজতে সক্ষম তাদের কেই তিনি নিজ মহিমা বলেন । আর বাকিদের জন্য এমন কিছু করে যান যাতে তারা ভগবানকে বুঝতে পারে । এই লীলাটিও তাদের জন্যই ।
আর কোথায় পাওয়া গেছে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হইছে?
প্রমান আছে কারো কাছে ?
এবার হয়ত বলতে পারে ,” জরা নামক ব্যাধ তো শ্রীকৃষ্ণকে তীর মেরে হত্যা করেছিল ।’’
ভূল!!! জরা ব্যাধ তীর মেরেছিল এইটুকু সকল শাস্ত্রে লেখা আছে ।
তারপর আরো লেখা আছে।
জরার তীরে শ্রীকৃষ্ণ তার লীলা সংবরন করেন । (শ্রীমদ্ভাগবত)
অর্থাৎ জীব কল্যানে যে অভিনয় করতে এসেছিলেন তার অব্যাহতি ঘটান ।
এখানে কোথাও লেখা নেই ভগবান মৃত্যুবরন করেন ।
প্রকৃত পক্ষে, প্রভাস ক্ষেত্র জঙ্গলের মধ্যে জরার তীরে বিদ্ধ হওয়ার পর ভগবান কিছুক্ষন জরার সাথে কথা বলেন ।
তারপর ওই জঙ্গলে থাকা বিষ্ণু মন্দিরে গিয়ে বিগ্রহের সাথে বিলীন হয়ে যান ।
সেই জায়গা এখন প্রভাস তীর্থ নামে পরিচিত।
অর্থাৎ ভগবানের সাধারন মানুষের মত মৃত্যু হয় নি ।
এখানেই ভগবানের সাথে আমাদের আরো একটি পার্থক্য পরিলক্ষিত হয় ।
✒✏তাই পরিশেষের বিষয় হচ্ছে , যেখানে ভগবানের মৃত্যুই হয়নি সেখানে মৃত্যুদিস পালন করার প্রশ্নই আসে না ।
সবাইকে ধন্যবাদ ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৩৭

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: তীর মেরে হত্যা করার পরও বলছেন মৃত্যু হয়নি!

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৩৯

সাগর কর্মকার বলেছেন: হত্যা নয় ভাই আঘাত ।

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৪০

সাগর কর্মকার বলেছেন: জরা ব্যাধ তীর মেরেছিল এইটুকু সকল শাস্ত্রে লেখা আছে ।
তারপর আরো লেখা আছে।
জরার তীরে শ্রীকৃষ্ণ তার লীলা সংবরন করেন । (শ্রীমদ্ভাগবত)
অর্থাৎ জীব কল্যানে যে অভিনয় করতে এসেছিলেন তার অব্যাহতি ঘটান ।
এখানে কোথাও লেখা নেই ভগবান মৃত্যুবরন করেন ।
প্রকৃত পক্ষে, প্রভাস ক্ষেত্র জঙ্গলের মধ্যে জরার তীরে বিদ্ধ হওয়ার পর ভগবান কিছুক্ষন জরার সাথে কথা বলেন ।
তারপর ওই জঙ্গলে থাকা বিষ্ণু মন্দিরে গিয়ে বিগ্রহের সাথে বিলীন হয়ে যান ।

২| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:১৯

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: ধন্যবাদ, কথাগুলো লেখনির মাধ্যমে আমাদের জানার সুযোগ করে দেয়ার জন্য।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৫

সাগর কর্মকার বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

৩| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৪

কানিজ রিনা বলেছেন: নদী কিম্বা বিল বাউর খাল সর্বস্থানে একই এক জল,
একা মেরে সাঁই ফেরে সর্বঠাই মানুষে মিশিয়া হয়
বিধান তার। লালন

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৫

সাগর কর্মকার বলেছেন: বিধরি বিধান না যায় খন্ডান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.