নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ নাগরিক যে দেশের জন্য কিছু করতে আগ্রহী এবং সে হিসেবে কাজ করে যাচ্ছি। আপনি যদি পরিবর্তনের জন্য কাজ করতে চান তাহলে আমাকে পাশে পাবেন!

বালক বন্ধু

মনের কথা অপরকে বলতে ভাললাগ।কবিতা ভালবাসি। একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি।

বালক বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আচ্ছা ছাত্রলীগ কেন জারজ হবে, জারজতো আওয়ামিলীগ?

০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:১১

আমি যতদূর জানি শেখ মুজিবর রহমানের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ এর জন্ম। তার পর আসে বাংলাদশে আওয়ামিলীগ। তাইতো ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যে সংখ্যা লিখা থাকে তার চাইতে আলীগেরটা কম।



এখন তাহলে বলতে হবে ছাত্রলীগের মাধ্যমে আওয়ামিলীগের জন্ম। যেহেতু ছালীগ আলীগকে জন্ম দিয়েছে তাই আলীগ যদি ছালীগ কে অস্বীকার করে তাহলে জারজ কে হবে?

মন্তব্য ২৪ টি রেটিং +২৫/-৫

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:১৭

নীরব দর্শক বলেছেন: Click This Link

০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:২৪

বালক বন্ধু বলেছেন: পড়লাম। কি আর বলবো বলেন। বলতে বলতে আর বলতে মন চায় না। এগুলো দেখতে দেখতে এখন এগুলো স্বাভাবিক লাগে। মনে হয় কি আর হইছে?
আমরা এখন ঘুমাচ্ছি।

২| ০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:২৩

আল বেরুনী বলেছেন: পিলাশ...... ;) ;) ;) ;) ;) ;)

০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:২৬

বালক বন্ধু বলেছেন: ভাই প্রশ্নের তো কোন জবাব দিলেন না। কমন পরে নাই?

৩| ০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:২৪

মোস্তাক খসরু বলেছেন: জারজ তুমি ও তোমার জন্মদাতা বাবা মা।কাউকে জারজ বলার অাগে নিজের চেহারাটা অায়নায় দেখে নেয়া উচিত।

০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:২৮

বালক বন্ধু বলেছেন: উত্তেজিত হয়ে চোখে ভুল দেখছেন। আমি কাউকে জারজ বলি নাই। লোকে বলা বলি করছে তার শুধু উত্তর চেয়েছি।

কোন কিছুই অন্ধের মত করা ভাল না। বোঝেন তো?

ভাল থাকবেন।

৪| ০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:৩৫

লেবফিউম বলেছেন: পিলাচ , আসলেইত ...

০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:৫৭

বালক বন্ধু বলেছেন: ভাবনার বিষয়না ভাই?
জবাবতো দিলেন না।

৫| ০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:৩৭

শাহ জাহান মাহমুদ বলেছেন:
আমলকিরে কেউ কোন কথা বললে, আপনার জারজ হবেন, এবং রাজাকার হবেন, এইটা স্বাভাবিক ।

কত বড় অমানুষ হলে এই কাজটা করতে পারে, নিজের সংগঠনের লোকদের ৪ তলা থেকে ফেলে দেওয়া, কত বড় জানোয়ার তার প্রমান তারাই রাখছে ।

এই অমানুষদের জন্য কবিতা:

হাম্বালীগের কবিতা: আমার না ভাই কপি করা । দোষ নাই আমার ।

আমরা শক্তি আমরা বিগ
আমরা হাম্বা লীগ,
আমরা হামলা করি মাঠে-ঘাটে
হামলা করি দোকান-পাটে,
খুবলে খাই শরীরের মাংস
হোকনা সে আমার জাতিভাই
তাতে কি আর আসে যায়-
আমরা কি আর গিনিপিগ?
আমরা হলাম হাম্বা লীগ!

আমরা চাঁন্দা তুলি দিনে রাতে
যখন পারি যেখান হতে
মার্কেট কিংবা শপিং মল?
চান্দা মোদের দিতে হবে
আছে মোদের ঠ্যাঙ্গে বল।

বসেছো কি ফুটপাতে,
ব্যবসা কর পেট চালাতে?
পেটতো সাথে মোদেরও আছে
মোদের ভাগটা রেখে দিও
নইলে কিন্তু খবর আছে!!

চাপাতি আর রামদা হাতে
ঘুরে বেড়াই দিন-দুপুরে
খুন করে যাই অবলীলায়
পিস্তল কিংবা রিভলবারে
এসবতো মোদের ডাল-ভাত,
চান্দা না দিলে সোজা দিই ট্রিগার চেপে।

আইন কিংবা আদালতে
আমরা নই শূন্যহাতে
আছেন মোদের গডমাদার
প্রোটেকশনের ঢাল-তলোয়ার
ইচ্ছে মতো খুন করে যাই
ডরাই নাতো কাউকে তাতে!!

যদি কেউ করে মামলা
তারে করি হামলা
আইনমন্ত্রী আছে মোদের
তার কলমের এক খোচায়
তুলে দেবে সব মামলা।

আমরা শক্তি আমরা বিগ
আমরা হাম্বা লীগ
আমরা ইচ্ছা হলেই দখল করি
দুর্বলের ভিটে-মাটি, সহায়-সম্বল
তাতে কি আর আসে যায়,
মোদের গায়ে আছে বল
মোরা যে কি করতে পারি?
দেখনি সেই গাজীপুরে
মুক্তিযোদ্ধা খুন করে
নিয়েছি তার জমি দখল করে?

আমরা প্রগতির কথা বলে
মুখে তুলি ফেনা,
লগি-বৈঠা, পিস্তল, রিভলবার,
খুন, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, ধর্ষণের সেঞ্চুরিই
আমাদের প্রগতির ঠিকানা।।

যদিও মোদের গডমাদারের মায়াকান্না
ঐ সংখ্যাঘুদেরকে ঘিরে
মোরা কিন্তু স্বার্থের জন্য
ছাড় দিইনা তাদের কাউরে
প্রমাণ করেছি সংখ্যালঘুকে
তার ভিটা হতে উচ্ছেদ করে।

আমরা শক্তি আমরা বিগ
আমরা হাম্বা লীগ
আমরা মুখে ফেনাতুলি
ধর্মনিরপেক্ষতার,
নির্বাচন এলে কিন্তু
মোদের নেত্রী ভিন্ন মানুষ
কেঁদে-কেটে চোখের জলে একাকার।
মোর ভিক্ষা চাই ভোট
নির্বাচলে জিতলে কিন্তু
দেখে নিই একচোট।
মাথার পট্টি নেমে যায়,
তসবিহও চলে যায়!!

আমরা শক্তি আমরা বিগ
আমরা হাম্বা লীগ!!!

---------------------------
আমরা হব গালাগালি লীগ,
সভ্য মানুষ থাকবে না ঠিক,
যদি তোমরা বাচতে চাও
ইনডিয়াকে মেনে নাও।
মোদের আশা, মোদের ভরষা,
আমরা যে ভাই চাপাতিলীগ
জীবব নিয়ে গড়ব এবার
ভাদাকারের রাজনীতি ।
গনতন্ত্র নিপাত নিয়ে
আমরা করব ছাএলীগ ।
দেশটা আমরা উজার করইয়া
চলব মোরা গর্ব নিয়া
মেয়েদের নিয়া ফুর্তি করইয়া
বানাবো আমরা নতুন দেশ
সোনার ছেলেরা আসবে তবে
কায়েম করবে স্বাধীন দেশ ।
থাকবে না কো রাজাকার
আর আলবদর, আর আল শামছ,
বাকশালীরা কায়েম করবে
দেশের মানুষ পিঠাইয়া লাল ।

থাকবো নাকো বদ্ধ ঘরে
দেখব দেশটাকে উজার করে
ছাড়বো না গদি আমি
পাইছি যে আমি মজা তারে ।

০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:৪৮

বালক বন্ধু বলেছেন: ভালই লিখছে। নো বেল দেওযা উচিত।

৬| ০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:৩৭

লেবফিউম বলেছেন: মোস্তাক খসরু কে বেন করা হোক সামু থেকে, এই দাবী জানাই। আপনি পোষ্ট দেন।

০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:৪৪

বালক বন্ধু বলেছেন: ভাই কাওকেই বেন করবো না। বা মন্তব্য মুছে দিবো না। মানুষ চিনে রাখতে হবে না।
তবে তার আবেগকে আমি খারাপ ভাবে নেইনি।

৭| ০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:৩৮

মইন বলেছেন: ডিম আগে না মুরগি আগে, ঘটনাটা সেইরকম।

০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:৪৫

বালক বন্ধু বলেছেন: ভাই এখানেতো ডিম আগে মনে হচ্ছে।

৮| ০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:৪০

হিমু ব্রাউন বলেছেন: মোস্তাক খসরু কে ঝাঁজা

০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:৪৪

বালক বন্ধু বলেছেন: বলার কুছু নাই। কি আর বলবো। মানুষ এত অন্ধ কি করে হয়?

৯| ০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:৪৩

মনিহার বলেছেন: আমরা কি ভীত?

০৭ ই জুলাই, ২০১০ রাত ১২:৫৭

বালক বন্ধু বলেছেন: পড়লাম। অনেক ভাল লিখেছেন। চিন্তার বিষয়। ভাবতে হবে।

১০| ০৭ ই জুলাই, ২০১০ রাত ১:০৫

অপেক্ষমান বলেছেন: মোস্তাক খসরু বলেছেন: জারজ তুমি ও তোমার জন্মদাতা বাবা মা।কাউকে জারজ বলার অাগে নিজের চেহারাটা অায়নায় দেখে নেয়া উচিত<--- এইডারে বুকচুদ না কইয়া পারলাম না, হালায় কানা_দা.

০৭ ই জুলাই, ২০১০ রাত ১:০৮

বালক বন্ধু বলেছেন: লেখক বলেছেন: উত্তেজিত হয়ে চোখে ভুল দেখছেন। আমি কাউকে জারজ বলি নাই। লোকে বলা বলি করছে তার শুধু উত্তর চেয়েছি।

কোন কিছুই অন্ধের মত করা ভাল না। বোঝেন তো?

ভাল থাকবেন।

১১| ১১ ই জুলাই, ২০১০ রাত ২:৫৭

অপেক্ষমান বলেছেন: আমি দুখিঃত, আমার কমেন্ট যা দিয়েছিলাম তার পুরোটা ক্যানো জানি প্রকাশ হয়নি। আমি মেস্তাক খসরু কে কিছু বলতে চাইছিলাম বিন্তু হয়ে গেল উল্টোটা। দয়া করে আমাকে ভুল বুঝবেন না।

১৪ ই জুলাই, ২০১০ রাত ১:৩৪

বালক বন্ধু বলেছেন: স্পষ্ট করে বলার পর ভুল বোঝার কোন সুযোগ নেই। তাই আপনাকে ভুল বুঝলাম না।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১২| ১৪ ই জুলাই, ২০১০ রাত ১:৩১

ডন অফ কর্লিওন বলেছেন: মোস্তাক খসরু আপনের এত লাগলো কেন একটু বলেন দেখি?

১৪ ই জুলাই, ২০১০ রাত ১:৪২

বালক বন্ধু বলেছেন: ভাই তার ভাইদের সম্পর্কে বলেছি। লাগতেই পারে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.