নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ নাগরিক যে দেশের জন্য কিছু করতে আগ্রহী এবং সে হিসেবে কাজ করে যাচ্ছি। আপনি যদি পরিবর্তনের জন্য কাজ করতে চান তাহলে আমাকে পাশে পাবেন!

বালক বন্ধু

মনের কথা অপরকে বলতে ভাললাগ।কবিতা ভালবাসি। একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি।

বালক বন্ধু › বিস্তারিত পোস্টঃ

লিনাক্স ডে-২০১৩। আপনারা সবাই আমন্ত্রিত।

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩



১৯৯১ সালের ২৫শে আগস্ট, হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তির এক ছাত্র লিনুস টরভ্যাল্ডস উন্মুক্ত সোর্স ভিত্তিক কার্নেল ''লিনাক্স'' প্রকাশ করেন। সেই থেকে আজ অবধি লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম সারা বিশ্বের সার্ভারের জগৎটা দাপটের সাথেই চষে বেড়াচ্ছে।



কিন্তু লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলো যে এখন আর শুধুই সার্ভারের জগতেই সীমাবদ্ধ নয়, ডেস্কটপ/ট্যাবলেট পিসি/মুঠোফোনেও এর বিচরন ইদানিংকালে ঈর্ষণীয কাতারে চলে এসেছে। এই বিষয়টা প্রযুক্তিপ্রেমী সব বাংলাদেশী কে জানাতে, বোঝাতে এবং প্রযুক্তির দুনিয়ায় লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমের বীরত্বপূর্ণ সাফল্য গাঁথার কিছু ইতিহাস সবার সামনে তুলে ধরার লক্ষ্যে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (Foundation for Open Source Solutions Bangladesh) বা এফওএসএস বাংলাদেশ (FOSS Bangladesh) এ বছরের ২৪শে আগস্ট ২০১৩ইং, রোজ শনিবার, ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের উত্তর ফটকের বিপরীত বরাবরে মোমেনবাগস্থ মিলেনিয়াম ইউনিভার্সিটিতে “লিনাক্স ডে - ২০১৩” - বাংলাদেশ শিরোনামে "লিনাক্স" কার্নেলের ২২তম বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে।



সকাল ১০টায় ব্যানার-ফেস্টুন সহ হালকা পদযাত্রা/শোভাযাত্রা। এরপর সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে দিনব্যাপী বিভিন্ন ধরনের লিনাক্স ডিস্ট্রোর ইতিহাস আর চিত্রসহ ডঙ্গল, ফেস্টুন, ব্যানার নিয়ে প্রদর্শনী চলবে এবং এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।



দিনব্যাপী আয়োজনে আরো থাকবে উন্মুক্ত প্রযুক্তি, ওপেন সোর্স এবং লিনাক্স নিয়ে এফওএসএস বাংলাদেশ এবং দেশী-বিদেশী বিভিন্ন সংগঠনের সেবামূলক কাজকর্মের নানারকমের ভিডিও চিত্র প্রদর্শনী, আগত দশর্কদের সাথে মত বিনিময় এবং গঠনমূলক আলোচনা অনুষ্ঠান। আয়োজনে বক্তব্য রাখবেন বিভিন্ন মুক্তপ্রযুক্তি প্রেমী ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত বিশেষ অতিথিগন।



এছাড়াও আয়োজনস্থলে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোগুলোর পেনড্রাইভ বা পছন্দের মিডিয়াতে অথবা সিডি/ডিভিডিতে বিতরনের ব্যবস্থা সহ ইন্সটল ও ব্যবহারিক সহায়তা সেবা বুথের পরিকল্পনা রয়েছে।



আগ্রহী সকলেই সাদরে আমন্ত্রিত। আয়োজনে আপনার উপস্থিতি নিশ্চিত করে -- http://goo.gl/R79DLi



লিংক থেকে প্রাপ্ত ফর্মে তথ্য দিয়ে সহায়তা করুন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৭

সৌভিক ঘোষাল বলেছেন: লিনাক্স এ অভ্র কী বোর্ড ইন্সটল করা যায় কি? গেলে কি লিনাক্স এর যে কোনও ভার্সানে না সাম্প্রতিক ভার্সানগুলিতে? পদ্ধতি জানাতে পারেন? আপনি কি বৈশাখী লিনাক্স (এল এন টি আর, আই আই টি খড়গপুর, ভারত নির্মিত) http://www.nltr.org/ ভার্সানটি দেখেছেন? এখানে অভ্র কি বোর্ড ব্যবহার করা যাবে ?

২| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫১

রিং বলেছেন: প্রিয় সৌভিক আপনি কোন ডিস্ট্রো ব্যবহার করছেন? উবুন্টু ১২.০৪ থেকে শুর করে ১৩.০৪ অবদি ডিস্ট্রোগুলো এবং এর উপরে ভিত্তি করে তৈরী করা অন্যান্য ডিস্ট্রোগুলোতে নির্দ্বিধায় অভ্র ফোনেটিক কি-বোর্ড কাজ করে যাবে। এছাড়াও ওপেন সুয্যে ১২.১ ও ফেডোরা ১৭তে অভ্র ফোনেটিক কি-বোর্ড কাজ করে। আরো তথ্য পেতে http://linux.omicronlab.com ঘুরে আসুন।

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে কোলকাতাতে থাকবো ইনশাল্লাহ। খড়গপুরেও একবার ঢুঁ মারতে পারি, পরিচিতজনদের সাথে দেখা সাক্ষাৎ করার মতো শারীরিক সামর্থ্য থাকলে। তবে আপনি কিন্তু আপনাদের সেই বৈশাখী লিনাক্সের একটা সংস্করনের আইএসও আমার জন্য নামিয়ে রাখবেন। চেখে দেখবোখন। ;)

৩| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১০

বালক বন্ধু বলেছেন: আমাদের অনুষ্ঠানের ছবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.