নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ নাগরিক যে দেশের জন্য কিছু করতে আগ্রহী এবং সে হিসেবে কাজ করে যাচ্ছি। আপনি যদি পরিবর্তনের জন্য কাজ করতে চান তাহলে আমাকে পাশে পাবেন!

বালক বন্ধু

মনের কথা অপরকে বলতে ভাললাগ।কবিতা ভালবাসি। একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি।

বালক বন্ধু › বিস্তারিত পোস্টঃ

উবুন্টু ১৬.০৪ "জেনিয়াল জেরাস" এর প্রকাশনা উদযাপন

০৮ ই মে, ২০১৬ রাত ১১:০৯

বিগত ২১শে এপ্রিল ২০১৬ইং উবুন্টুর সাম্প্রতিকতম সংস্করণ ১৬.০৪ "জেনিয়াল জেরাস" সাংকেতিক নামে প্রকাশিত হয়েছে। উবুন্টু'র প্রতিটি সংস্করণ প্রকাশিত হবার পরপরই বিশ্বের প্রায় প্রতিটি উবুন্টু লোকো (লোকো == লোকাল কমিউনিটি == দেশীয়/স্থানীয় ব্যবহারকারী, মানোন্নয়কারী, অনুবাদক) উবুন্টুর এই প্রকাশনাকে বিভিন্ন রকমের আনন্দ আয়োজনের মাধ্যমে উদযাপন করে থাকে। যার নামকরণ করা হয় -- "উবুন্টু রিলিজ পার্টি" শিরোনামে। এটি একটি বৈশ্বিক আয়োজন বা গ্লোবাল ইভেন্ট অর্থাৎ এটি সারা বিশ্বেই পালিত হয়ে থাকে।

তাই এবারের এই নতুন সংস্করণটি প্রকাশিত হবার পর আমরাও বিশ্ববাসীর সাথে এই আনন্দ আয়োজন উদযাপনের আকাঙ্খা ব্যক্ত করছি। ইনশাল্লাহ আগামী ১৩ই মে ২০১৬ইং, শুক্রবার বিকাল ৪টা থেকে ৬টা অবদি আমরা বাংলাদেশের উবুন্টু প্রেমীরাও, "উবুন্টু ১৬.০৪" বা "জেনিয়াল জেরাস" এর প্রকাশনা উদযাপন করবো।
আয়োজনের বিস্তারিতঃ
স্থান: মিলনায়তন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
তারিখ: ১৩ই মে ২০১৬ইং, শুক্রবার।
সময়: বিকাল ৪টা থেকে ৬টা

আয়োজন সূচীঃ
# উবুন্টু কী, কেন?
# উবুন্টু ব্যবহারকারীদের নির্ভেজাল আড্ডা ও অভিজ্ঞতার গল্প
# উবুন্টু ১৬.০৪ এর নতুন বৈশিষ্ট্যগুলো নিয়ে মিনিট সাতেকের একটি চলমান চিত্র প্রদর্শনী
# কেক কেটে উবুন্টু'র নতুন প্রকাশনা উদযাপন

আয়োজনে আপনার অংশগ্রহণ নিশ্চিত করে আমাদেরকে তথ্য দিন, আয়োজনে সহযোগীতা করুন -- http://goo.gl/forms/JeCqZnmW0C
পরিবহন এবং পার্কিং তথ্য সহ:ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ডিটি-৪ও৫ এর নীচে পার্কিংয়ের জন্য যথেষ্ট জায়গা রয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৩

রিং বলেছেন: আয়োজন স্থল সহজে খুঁজে নিতে -- সোবহানবাগে প্রিন্স প্লাজা (ড্যাফোডিল টাওয়ার - ৫) এর চার তলায়(লিফটের ৪) চলে আসুন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.