নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আকাশ নীলীমায় ঘেরা

আকাশনীলীমা

আকাশনীলীমা › বিস্তারিত পোস্টঃ

তোমাদের ছেড়ে অনেক দূরে, যত দূরে যাই..ভেঙ্গনা এই বাধন

১৭ ই জুলাই, ২০১১ ভোর ৪:৩২

যে কথা আমি তোমাকে বলে চলেছি বারংবার-

চেষ্টা করেও যার করতে পারি না উপসংহার!

তোমার তরেই করতে পারি জীবনের সংহার।

তুমি ছাড়া আর কার কাছে পাবো আমি লাই-

তুমি শুধুই আমার, আমি যত দূরে যাই।

তোমাকে ছাড়া আমাদের জমতো না কোন আসর-

যদিও আমাদের জীবন ছিল সুখ দুখের দোসর!

আর কভু সাজবে না আমার কল্পনার বাসর।

তবুও কিছু সুখের স্মৃতি আমি সঙ্গে নিতে চাই,

ওটাই হবে আমার পাথেয়, যত দূরে যাই।

তোমাকে নিয়ে ভাবনায় আমার কেটে যেন দিন-

কখনোও ভাবতে পারিনি আমি হব তুমি বিহীন।

তোমাকে না দেখতে পাওয়ার কষ্ট ছিল সীমাহীন।

না চাওয়া সত্ত্বেও সেই কষ্টই কেন আমি পাই?

এর কি হবে না শেষ? আমি যত দূরে যাই?

তোমাকে নিয়ে স্বপ্ন দেখাই ছিল আমার প্রেরণা,

কত ভালবাসি তোমায়, করতে পারবেনা ধারণা।

ভালবাসার অভিনয় করে, করোনা আমায় করুণা।

সত্যিই ভালবাসো কিনা, সেটাই আমি জানতে চাই-

জানি জানা হবে না আমার! যত দূরে যাই।

মানুষ চলে গেলেও থেকে যায় তার ছায়া-

আমি যদি ছায়া হই, তবে তুমি যে ছিলে কায়া!

আমাকে চলে যেতে হবে যে ছিন্ন করে সব মায়া,

তুমি ছাড়া আমার নিজের তরে ভাবনা কিছুই নাই,

একবার ফিরে দেখো তুমি, আমি যত দূরে যাই।

কত আনন্দে ভরা ছিল আমাদের এই প্রাঙ্গন,

তুমি একে ধরে রেখ, হতে দিও না ভাঙ্গন।

সুখ আর সমৃদ্ধিতে ভরে উঠুক তোমার অঙ্গন।

এক মাঝেই একদিন দেখতে পাবে আমি নাই,

তোমাদের ছেড়ে অনেক দূরে, যত দূরে যাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.