নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

ইস্যু সুন্দরবন

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:০০



বাংলাদেশ সরকারী দলের কেন্দ্রীয় সংসদের সাবেক এক ভাইয়ের সাথে দিন দুয়েক আগে ক্যাফে পর্ব'তে দেখা । কথা প্রসঙ্গে সুন্দরবন নিয়ে কথা বললাম, শেষ পর্যন্ত আপনারা সুন্দরবন কইরা ছাড়বেন ? তাহার উত্তর শুনিয়া আমি নিজেই ছাগল বনে গেলাম

কে বলেছে তোমাকে হ্যাঁ, তুমি জানো এই প্রকল্পটি পরিবেশবাদী দল ও বামদের হেলিকাপ্টারে করে নিয়ে দেখিয়ে আনা হয়েছে, তারা জামাত বিএনপি'র এজেন্ট, তাদের উত্তরসূরি চুপা রাজাকার । হাম্বা লীগ বিদ্যুতখাতে এটা ছিঁড়ছে, মানুষ রাস্তার পরিবর্তে আসমানে হাঁটছে ফ্লাইওভারে করে তুলছে। মেট্রোলাইন করছি । এটা কেবল হাম্বালীগের পক্ষেই সম্ভব । উন্নয়নের জোয়ারে দেশে বন্যা চলছে পার হবার উপায় নৌকা ছাড়া নাই । কথার ইতি টানলেন, বাংলাদেশে একমাত্র হাম্বালীগেই পারে । নির্বাচনে প্রয়োজনে আবার ও চুরি হবে তবে কোন রাজাকারের হাতে দেশের ক্ষমতা দিবো না । এদের কে বুট দিয়ে পিষিয়ে নি:শ্বেষ করে ফেলবো । তনু/মিতু/সাগর রুনী নাকি বিচ্ছিন্ন ঘটনা ।

কইলাম ভাই সুন্দরবনের কথা, আপনি আমারে উত্তর দিলেন অপ্রাসঙ্গিক । প্রথম কথা রাজাকার ইস্যু দিয়ে সব ডাকা যাবে না । বুদ্ধিজীবি ইস্যুতে রাজাকার কোপান কেউ না করে নি । এটাকে টাক্কা কার্ড হিসেবে ব্যাবহার করছেন আপনারা । বিচার করছেন আপনাগো স্টাইলে গুটিবাবা'গো প্ল্যান মোতাবেক । আর উন্নয়নের জোয়ারে দেশ ভাইসা নৌকার পরিবর্তে স্প্রিড বোর্ড ব্যাবহার করার কথা । রিজার্ভ ফান্ডের ২৮ বিলিয়ন, রেমিটেন্স, রেডিমেট ক্লথ, রপ্তানী পন্যের টাকা আর কি চান ? বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জড়িত সেনাবাহিনীর কর্মকর্তাদের ফাঁসি দিতে পারেন কিন্তু তনু হত্যাকান্ডের সাথে সেনাবাহিনী জড়িত এটার বিচার করতে পারেন না । যেই বিদ্যুৎ খাতের ভূতের গল্প শোনাচ্ছে তা হয়ত শুনতে হতো না যদি সাগর রুনীকে হত্যা করা না হতো । এটাও করেছেন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে । সুন্দরবনের ইস্যু বা*লপাল নিয়ে বৈজ্ঞানিক বা আধ্যাত্মিক যাহাই ব্যাখা দেন “ বা*পাল হবে তবে সুন্দরবনের আশেপাশে না । যাহাই হবে দেশের জন্য । আর ক্ষমতাসীন দল এমনিতেই জনগন থেকে বিচ্ছিন্ন । সরকার যা করছেন তাদের মন গড়া যুক্তি দিয়ে করছেন । কোন দল যদি সরকারে থাকে সে সরকার রাষ্ট্রের প্রতিনিধি । গনতান্ত্রীক পন্থায় ক্ষমতায় টিকে থাকবেন কিন্তু নির্বাচন করবেন একতরফা সেটি গনতন্ত্র যুক্তি আখ্যা দিবেন না । আমার কথা শুনে তিনি রেগে গেলেন এ সাদৃশ্যটা হাম্বালীগের সকল সিনিয়র এক রোখা নেতাদের দেখলেই বুঝা যায় । একটি কথা বলে শেষ করে স্থান থেকে প্রস্থান করলাম

“A nation
A nation is the relationship between its people. It is nothing but conversation between its citizen . Destroy the relationships, stop the conversation and the nations dies ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ২:১৪

দূর দ্বীপবাসী বলেছেন: correct





২| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৩:১৪

সাগর সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২২

বাংলার জামিনদার বলেছেন: আপনি একটা জোর দাবী করেন, বিদ্যুত কেন্দ্র যদি করতেই হয়, তা যেনো আমার বাড়ির পিছনে হয় এবং আমারে আজীবন ফ্রী লাইন দেয়। পাকী।

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

সাগর সাখাওয়াত বলেছেন: বিদ্যুৎ কেন্দ্র কোথায় হবে সেটি সরকারের বিষয় আমি কথা বলছি সুন্দরবন নিয়ে । পাকী হোয়াট ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.