![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিছিল যে যাবে না সে থাকুক,চলো এগিয়ে যাই । যে সত্য জেনেছি পুড়ে, রক্ত দিয়ে যে মন্ত্র শিখেছি, আজ সে মন্ত্রে সপক্ষে নেবো দীপ্র হাতিয়ার । শ্লোগানে কাপুক বিশ্ব,চলো আমরা এগিয়ে যাই ।
আমি একজন ভিআইপি ঘুরি সরকারি বা নিজেস্ব অথা়়য়নে প্রোটকল নিয়া।কিন্তু ওনারা আমজনতা প্রোটোকলো নেই নিরাপত্তাও নেই ।আমার নিরাপত্তাটা কে দেবে যদু ভাই না রাষ্ট্র ।আসলে আমার নিরাপত্তা দেয়ার কেউ নেই কারন আমি ম্যাঙ্গ পিপল ।আসলে আমি মার খাইলেও কেউ পাশে আসবে না আমার কোন ভিআইপি পরিচয় নেইতো ।ওইযে বললাম আমি ম্যাঙ্গ ।গতকাল ঢাকার পিচঢালা রাস্তা আমার রক্তে লাল হল ।গতকাল জনাব অভিজিৎ রায় কে কি নিরমম ভাবে মারল ।ভদ্র লোকের স্ত্রীকে কি ভাবে জখম করল ।কি দোষ ছিল ওনার ।আমি যদি আমার মত স্বাধীন রাষ্ট্রে বাস করে প্রকাশ নাই করতে পারলাম তাইলে তার কোন মূল্য থাকল ।উনিতো কারো ভাতে হাত দিয়ে নষ্ট করেনি বা কাওকে আঘাত দেইনি ।তাইলে তার নিরাপত্তা থাকল না কেন ।শুনলাম ২০০ গজ দূরেই ছিল শাহবাগ থানা , ওনার স্ত্রী যে চিল্লাপাল্লা করল কারো বিবেক কি জাগল না। বাচনো কি সম্ভব ছিল না একটা প্রাণ ।যার যায় সেই বুঝে হায় ,হারানোর বেদনা কতটা নির্মম ।চলে গেলেন ভাষাবিদ ডঃ হুময়ূন আহমেদ ,যার বিচার আমরা আজও পেলাম না ।আভিজিৎ রায় হত্যার কি বিচার হবে আমরা কি দেখতে পারব ।এরা কারা যারা মুক্ত বাক বন্ধ করার জন্য উঠেপড়ে লাগছে ।এরা হোক মৌলবাদী আর হোক পাঁচিল এদের বড় পরিচয় এরা খুনী ।এদের বিচার আমারা আম পাব্লিক দেখতে চাই ।কারন আমি আম পাব্লিক আমার কোন প্রোটোকল নাই ।আমাকে জীবনের তাগিদে রাস্তায় বের হতে হয় আর আমার নিরাপত্তা দেওয়ার কেউ নেই ।তাই এদের হটান নইত নিজেরা প্রোটোকল ত্যাগ করে আমার মত জীবন হাতে নিয়া ঘুড়েন ।আরে ভাই আমিও তো মানুষ আমকে কেন এই ভাবে মরতে হবে ।আমার কি বাঁচার ইচ্ছা নেই ।হে রাষ্ট্র আমি আভিজিৎ রায়ের মত মরতে চাইনা আমকে বাঁচতে দাও ।আমার জীবনের নিরাপত্তা দাও ।
©somewhere in net ltd.