![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিছিল যে যাবে না সে থাকুক,চলো এগিয়ে যাই । যে সত্য জেনেছি পুড়ে, রক্ত দিয়ে যে মন্ত্র শিখেছি, আজ সে মন্ত্রে সপক্ষে নেবো দীপ্র হাতিয়ার । শ্লোগানে কাপুক বিশ্ব,চলো আমরা এগিয়ে যাই ।
‘অভিজিৎ খুনের সময় পুলিশের দায়িত্বে কোন অবহেলা ছিলো না’ বলে একমাসের ‘তদন্ত’ শেষে পুলিশ বিভাগ জানিয়েছে! আসলে পুলিশ ও র্যাবের কথা এখন কে বিশ্বাস করে? বছরের পর বছর বিনাবিচারে খুন, সম্প্রতি একের পর এক গুম নিয়ে মিথ্যাভাষণ তো কারও বুঝতে অসুবিধা হয় না। এছাড়া খুন, সন্ত্রাস, পেট্রোল বোমা, ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলার ঘটনায় তাদের তৎপরতাও দেখায় আসল অপরাধীদের ধরতে তাদের সমস্যা আছে। তাদের দক্ষতা নিয়ে আমার প্রশ্ন খুবই কম, কিন্তু বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন হাজার। কোথাও দুর্নীতি কোথাও ‘উপরের নির্দেশ’ এ আটকা পড়ে আছে জনগণের টাকায় প্রতিপালিত নানা বাহিনী। অভিজিৎও মনে হচ্ছে ত্বকী আর সাগর রুনীর মডেলে প্রবেশ করছে। প্রথমে সিদ্ধান্ত ‘খুনি ধরা যাবে না’ তারপর তদন্তের খেলা, এটাই হচ্ছে এই মডেল।
২| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৭
আনপ্রেডিক্টেবল রিফাত বলেছেন: রাষ্ট্রই যখন এসব হত্যাকান্ডেরর সাথে জড়িত থাকে তখন নাগরিক হিসেবে আমাদের আফসোস বাদে আর কিছুই করার থাকে না,,,
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৫ রাত ২:১৬
এস. দেওয়ান বলেছেন: যেই ভাবে মুক্তমনা ব্লগারদের হত্যা করা হচ্ছে তা কোণও ভাবেই গ্রহনযোগ্য নয় । পুলিশ যদি ব্লগারদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে ব্লগারদেরই কিছু একটা করতে হবে ।