![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিছিল যে যাবে না সে থাকুক,চলো এগিয়ে যাই । যে সত্য জেনেছি পুড়ে, রক্ত দিয়ে যে মন্ত্র শিখেছি, আজ সে মন্ত্রে সপক্ষে নেবো দীপ্র হাতিয়ার । শ্লোগানে কাপুক বিশ্ব,চলো আমরা এগিয়ে যাই ।
No Vat On Education আন্দোলন সফল হওয়ার মূহুর্তে তিতুমীর কলেজর কিছু সন্ত্রাসী ছাত্র কর্তৃক হামলার শিকার হয় AIUB শিক্ষার্থীরা।এখন প্রশ্ন AIUB শিক্ষার্থীরা কি এমন করে ছিল যে তাঁদেরকে ছুরি দিয়ে আঘাত করে আহত করতে হল।তাঁদের উচিত ছিল ছাত্রদের এই আন্দোলনকে সম্মান জানিয়ে বাস থেকে নেমে যাওয়া তাঁরা তা না করে AIUB নিরিহ নিরস্ত্র ভাইদেরকে হামলা করলো।
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী,তারা ৩টি বাস কাকলি,বনানি রোড অতিক্রমের সময় AIUB-r কিছু ছাত্ররা তিতুমীর কলেজের বাসে অনবরত হাত দিয়ে বারি দিতে থাকে এবং অকথ্য ভাষা ব্যবহারের দায়ে সরকারি তিতুমীর কলেজের ছাত্ররা খুব্ধ হয়ে AIUB- র ছাত্রদের উপর চড়াও হয়। এতে কিছু ছাত্র আহত হয়। রাস্তা অবরধ সহ অন্নান্য অপ্রিতিকর কার্যের কারনে তিতুমির কলেজের ছাত্ররা তাদের উপর চড়াও হতে অনেকটা বাধ্য হয়।
AIUB ছাত্ররা কি তাঁদের বাস থেকে নামিয়ে মার-ধর করছে না তাঁদের ছুরি,দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করছে ,না AIUB শিক্ষার্থীরা তা করেনি।তাহলে কেন তারা এই হামলা করল ।
তিতুমীর কলেজের ছেলেদের যুক্তি এবং আমার কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করছিঃ-
১।তিতুমীর কলেজের ছাত্ররা কলেজে যাচ্ছিল,তাহলে তাঁদের কাছে ,দেশীয় অস্ত্র ছুরি কেন ,কলেজে কি অস্ত্র নিয়ে যায় নাকি বই /খাতা /কলম নিয়ে যায় ।
২। AIUB ছাত্রদের কাছে কি ছিল?
৩। AIUB শিক্ষার্থীরা কি এমন করেছিল যে তাঁদেরকে ছুরি দিয়ে আঘাত করে আহত করতে হল ?
৪।বাসে হাত দিয়ে বারি দেওয়ার জন্য তাঁদের গায়ে হাত তুলতে হবে?
৫।চার দিনের আন্দোলনে যেখানে সারা বাংলাদেশের মানুষের সাপোর্ট পেয়েছি সেখানে
তাঁরা AIUB শিক্ষার্থীদের জন্য এতটুকু কষ্ট করতে পারলোনা ।
আমি নিজেও সরকারী স্কুল,কলেজে পড়েছি,বাংলাদেশের একটা নামকরা পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছি কিন্তুু পছন্দের বিষয় না পেয়ে চারটা বছরের জন্য শুধু private varsity তে পড়তে এসেছি।
সরকারী institute গুল আমাদের অনেক দিয়েছে,আমাদের এই জাতিকে দাঁড় করার জন্য সরকারি প্রতিষ্ঠানের অবদান কম নয়। এই দেশের বড় বড় আন্দোলনে যেমনঃ- ৫২ ভাষা আন্দোলন,১৯৬৪ সালের শিক্ষা কমিশন আন্দোলন,১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনে আমরা দেখেছি তার নমুনা।
তবে জাতি আজ লজ্জিত তিতুমীর কলেজ এই সব বেহেয়া শিক্ষার্থী তোমাদের এই কর্মকাণ্ডে।
সবশেষে বলব ,কোন উচ্ছৃখলা আমাদের সমাজে কাম্য নয় ।কাম্য নয় কোন দলীয় পরিচয় ধারিকে পুলিশের কিছু না বলা ।একটা নগ্ন হামলা কোনভাবে সমর্থন যোগ্যনা এবং যারা এই কার্য সম্পাদনা করছে তাদের জন্য ধিক্কার ।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৮
সুমন কর বলেছেন: দুঃখজনক।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯
শামছুল ইসলাম বলেছেন: একটা নগ্ন হামলা কোনভাবে সমর্থন যোগ্যনা এবং যারা এই কার্য সম্পাদনা করছে তাদের জন্য ধিক্কার ।-সহমত।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪
হাসান মাহামুদ সাগর বলেছেন: একটা নগ্ন হামলাকে সমর্থন আমাদের বিবেকের একবার মৃত্যু হওয়া ।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৪৮
ধঅনের শীষ বলেছেন: আপনার উদ্দেশ্যে বলছি, অন্যের চলাচল বন্ধ করার আপনি কে ? সরকার দোষ করছে, সরকারের সচিবালয়ে যেয়ে সরকারকে ধরেন। রাস্তায় অন্যের চলাচল বন্ধ করে নীরিহ মানুষদের হয়রানী করার কোন রাইট আপনার নাই।আর তীতুমীরের ছেলেদের উদ্দেশ্যে বলছি এরা আর ছাত্র নাই সন্ত্রাসী হয়ে গিয়েছে । নইলে এদের হাতে কলম না থেকে চাপাতি এলো কেনো।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৫
হাসান মাহামুদ সাগর বলেছেন: জ্বী ধনের শীষ আপনি হয়ত জানেন মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা কালভার্ট রাস্তা উড়িয়ে দেশ স্বাধীন করছে ।তাদেরকে পাকিস্তান সরকার অনুমতি দেয়নি ।নিজেদের অস্তিত্ব বজায় রাখতে নিজেদের দাবি আদায়ে তা করছে ।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৫
আগুনে পাখি বলেছেন: তিতুমীর কলেজের এরকম "সুনাম" আগেও শুনেছি।
ক'দিন আগে পাশের রেস্টুরেন্টে "ফাউ" খেতে গিয়ে মার খেল না ??
এদের আসলে সমস্যাটা কি ?