নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইল্যান্সার পাগল

হাসান মাহামুদ সাগর

মিছিল যে যাবে না সে থাকুক,চলো এগিয়ে যাই । যে সত্য জেনেছি পুড়ে, রক্ত দিয়ে যে মন্ত্র শিখেছি, আজ সে মন্ত্রে সপক্ষে নেবো দীপ্র হাতিয়ার । শ্লোগানে কাপুক বিশ্ব,চলো আমরা এগিয়ে যাই ।

হাসান মাহামুদ সাগর › বিস্তারিত পোস্টঃ

আমরা সবাই তনুর ভাই, তনু হত্যার বিচার চাই

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৩:৪৩

সোহাগী জাহান তনু, আমাদের মেরুদন্ডহীন জাতির আরও একটি পরাজয়ের নাম - Shohagi Jahan Tonu, The another Defeat of our Back-boneless Nation"

সোহাগী জাহান তনু, এই নামটির সাথে আমার কখনো পরিচয় ছিল না। পথে চলতে যেয়ে তার সাথে আমার কখনো সামান্য সময়ের জন্য দেখাও হয়নি। কখনো এই নাম শুনেছি বলে মনেও পড়ে না। কিন্তু আজ এই নামটি আমার কাছে, অনেকের কাছেই বড্ড বেশি পরিচিত। এই নামটি আজ আমাদের কিছু না বলেও অনেক কিছু বলে দেয়। এই নামটি বলে দেয় আমাদের অসহায়ত্বের কথা। বলে দেয় আমাদের মা, বোন কিংবা প্রিয়মানুষটির নিরাপত্তাহীনতার কথা। আমাদের উপলব্ধি করায়, আমাদের জন্য এই সমাজের কোন জায়গাই নিরাপদ নয়। কেননা, সোহাগী জাহান তনুর সাথে যে স্থানে ঘটনাটি ঘটছে, সেটা এই দেশের নিরাপদ জায়গাগুলোর মধ্যে অন্যতম। সেখানের মানুষজনের চলাফেরা আর আমাদের সাধারণ মানুষের চলাফেরার মাঝে বিস্তর ফারাক। এই সমাজে আমরা যতটাই অনিরাপদ, সেখানকার মানুষ ততটাই নিরাপদ। তবুও এত সুরক্ষিত এলাকায়ও তনুর সাথে এমন একটা অমানবিক ঘটনা ঘটল। যেখানে সেনানিবাসের মতো সুরক্ষিত এলাকায় একটা মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। আমাদের দেখতে হল তনুর অপ্রত্যাশিত চলে যাওয়া।

বিচারহীনতার সংস্কৃতির এই দেশে বিচার তো আমরা সকল সময়েই চেয়ে থাকি তবু বিচার পাই না। আমরা সব কিছুই মেনে নিতে অভ্যস্ত হয়ে গেছি। তাই আমাদের কাছের মানুষটির কোন ক্ষতির জন্য আমরা নিজেরাই দায়ী। কিন্তু এটা মেনে নেওয়া আমাদের আরও বেশি অনিরাপদ করে তুলবে। আজ সবখানেই নারীজাতির সম্ভ্রমহানীর মহোৎসবে মেতে উঠেছে কিছু মানুষ আকৃতির হিংস্র পশু। কিন্তু এমন সমাজ আমি চাই না। এই সমাজকে এখন বড্ড বেশি ভয় হয়। এই ভয় শুধুই আমার না, এই ভয় সবার যারা একটু খানি নিরপত্তা চান।

সুতরাং আপনি আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। আজ তনুর সম্ভ্রম নিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে, কাল যে আপনার পরিচিত কারও সাথে হবেনা বুকে হাত দিয়ে সেই গ্যারান্টি কি দিতে পারবেন ? ? ?
‪#‎JusticeForTonu‬
আমরা সবাই তনুর ভাই, তনু হত্যার বিচার চাই

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৩৫

হাবীব কাইউম বলেছেন: প্রধান বিচারপতি বললেন
আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো
- See more at: Click This Link

২| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৭

বিজন রয় বলেছেন: আমরা সবাই তনুর ভাই, তনু হত্যার বিচার চাই

সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.