নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শত সহস্র কল্পনাগুলো আমার কখনো আকাশের মত বিশাল, কখনো বা কুসুমের মত কোমল।

সাগর শরীফ

গভীর, অন্তহীন, তীব্রতা ।।

সাগর শরীফ › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছা দমন!!

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৫

মানুষের জীবনে আশা আকাঙ্খার শেষ নেই। এগুলো চিরন্তন এবং যা ছাড়া মানুষের পক্ষে বেঁচে থাকাটাই অসম্ভব। কিন্তু এক জীবনে ইচ্ছা অনুযায়ী সমস্ত কিছু পাওয়া, সেটাও তো সম্ভব নয়।

কিন্তু তবুও যদি নিজের অসম্ভব ইচ্ছাগুলো মাথা চাড়া দিয়ে ওঠে, তখনই আমি আমার মনটাকে দুটি ভাগে বিভক্ত করে ফেলতে চাইব। যেখানে একপাশে থাকবে সমস্ত সব অবাস্তব কল্পনা, আর অন্য পাশটি হবে তাদের দমন করার জন্য শক্ত এক প্রতিপক্ষ। আর তখন থেকেই জেদ আর সংযমের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকবে সমস্ত অভিপ্রায়।

নিজের অবাস্তব ইচ্ছাগুলোকে দমন করতে সর্বেোচ্চ চেষ্টা করব, কিন্তু অসম্ভব সেসব ইচ্ছা পূরনের ব্যর্থ চেষ্টা করে নিজের কাছে অপমানিত হতে আমি রাজি নই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.