নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগরের ঢেউ

সকলে আমরা সবার তরে

সাগর তীরে

মানুষের জন্য মানুষ ।

সাগর তীরে › বিস্তারিত পোস্টঃ

মিলাদ ও কিয়াম সম্পর্কে প্রাচীন দলিল প্রমান করে বহু আগে থেকেই ইহা প্রচলিত ছিল ।

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭





মিলাদ ও কিয়াম সম্পর্কে প্রাচীন দলিল

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন:
দৃষ্টি আকর্ষণ

নবীজীর বেলাদত শরিফ ১২ই রবিউল আওয়াল উদযাপন
ঈদে মিলাদুন্নবি সা যথা যুগ্য মর্যাদায় উদযাপন ও আনন্দ প্রকাশ
ইমানদার মুমিন গনের জন্য অসংখ্য রহমত ও সৃষ্টির সর্বশ্রেষ্ঠ এবাদত ।
তার জুতা মোবারকের ছোঁয়ায় আল্লাহর আরশ মহল্লা সম্মানিত
তিনি যে আমাদের জন্য দুনিয়ায় রহমত স্বরূপ প্রেরন হইয়াছেন
তার জন্য আনন্দ ও খুশি প্রকাশ করা সর্ব শ্রেষ্ঠ নেয়ামত । বিখ্যাত
সাহাবা কেরাম গন তাবেয়িন তাবে তাবেয়িন গন এবং অলি আউলিয়া পির মাশায়েখ কামেল আলেম গন দিনটি মর্যাদার সহিত উদযাপন করতেন ।

আমরা রহমত হইতে বঞ্ছিত হইব কেন ?

রিবেশ বন্ধু বলেছেন: ফরজের চাইতেও বেশি বললে ভুল হবেনা

আল্লাহ যার নামের সাথে নাম মিশিয়ে দিয়েছেন এবং যার খাতিরে সৃষ্টি
সমুদয় পয়দা করেছেন , হেদায়েতের ভার দিয়েছেন , শাফায়াতের কাণ্ডারি বানিয়েছেন এবং সদা সর্বদা দরুদ ছালাম ভেজে থাকেন
অসংখ্য ফেরেস্তা গনকে নিয়ে সেই দয়াল নবীজীর প্রতি বেলাদত ও
তাজিম ঈমানের শক্ত আকিদা
ঈদে আজম ঈদে মিলাদুন্নবি সব ঈদের সেরা
তার রহমত আদায় কর পড় দরুদ জানাও ছালাম মদিনা মনোয়ারা ।

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
লেখক বলেছেন: রিবেশ বন্ধু বলেছেন: ঈদ অর্থ খুশি আর মিলাদ অর্থ জীবন বৃত্তান্ত আলোচনা
সাহাবা গন এবং পরবর্তী অনুসারি গন আদর্শের দিক দিয়ে তার মহান
শানে আলোচনা রাখতেন । এবং যথা যোগ্য মর্যাদায় দিনটি উদযাপন
করতেন ।কোরআন অয়ামা আরছালনাকা ইল্লা রাহমাতুল্লিল আলামিন
আল্লাহ বলেন আমি আপনাকে সমগ্র জগতের রহমত স্বরূপ প্রেরন
করেছি ।
আয়াত ইন্নাল্লাহা অয়ামালাইকাতাহু ইউছাল্লুনা আলান্নাবিয়ু ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ছাল্লু আলায়হে অছাল্লিমু তাছলিম
আল্লাহ বলেন আমি এবং আমার অসংখ্য ফেরেস্তা গনকে নিয়ে
দরুদ ও ছালাম ভেজি আমার হাবিবের উপর হে ইমানদার গন তোমরাও ব্রশি বেশি পড় ।

আয়াত কুল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাজি ফাত্তাবিউনি ইবুব কুমুল্লা ইয়াগফিরলাকুম যুনুবাকুম অয়াল্লাহু গাফুরুর রাহিম
আল্লাহ বলেন যদি তোমরা আমাকে লাভ করতে চাও আগে আমার হাবিবের অনুসরন কর আমি তোমাদের ক্ষমা করে দেব ।

হাদিস যারা একবার নবীজীর উপর দরূদ ও ছালাম ভেজে তার শরীর থেকে ১০ গোনাহ ঝরে যায় তার আমল নামায় ১০ নেকি যোগ করে দেওয়া হয় এবং তাকে ১০টি সম্মান বৃদ্ধি করে দেওয়া হয় । মুসলিম ও বোখারিশরিফ

যে এবাদতে দরুদ নাই সে এবাদত আল্লাহর নিকট পউছেনা বরং
৪র্থ আকাশে ঝুলে থাকে আর যে এবাদতে দরূদ আছে সে এবাদত
বিজলির ন্যায় আল্লাহর নিকট পৌঁছে ।
হজরত উমর ফারুক রা
সারা জীবনে একজন মুসমানের জন্য অন্তত একবার দরুদ ও
ছালাম প্রেরন করা ফরজ সমতুল্য
হযরত আলী রা
যে মিলাদ অনুষ্ঠানে ১ দেরহাম বা চার আনা পরিমান খরচ করল
সে আমি আবুবকর রা এর সাথে বেহেস্তে যাবে
হযরত আবুবকর রা
যে ব্যক্তি মিলাদ অনুষ্ঠান করল অতপর নবীজীর উপর তাজিম করল সে যেন আমি উসমান গনি যিন্নুরাইনের সাথে বদরের যুদ্ধে
অংশ গ্রহন করল ।
হযরত উছমান রা
যারা মিলাদ অনুষ্ঠানে দয়াল নবীজীর উপর অধিক দরুদ ছালাম
ভেজে অতপর আল্লাহর দরবারে দুটি রহমতের হাত বাড়িয়ে দেয়
শুকনো বৃক্ষের পাতা যেভাবে ঝরে যায় তেমনি বান্ধার গোনাহ গুলি ঝরে যায় ।
শায়েক ছইয়দ সুলতান আব্দুল কাদির জিলানী রা
যারা নবীজীর ইসলাম কে তার মহান জীবনাদর্শ দ্বারা জিন্দা রাখল
এবং তার শান মান মর্যাদা তুলে ধরল নিঃসন্দেহে তারা জান্নাতি
হযরত শাহ জালাল ইয়েমেনি রা
আসুন আমরা সেই মহান হস্তি মাহবুবে খোদা নুরে খোদা নুরে
মুজাচ্ছাম ছাল্লাল্লাহু আলাইহেওয়াচ্ছাল্লাম এর প্রতি গভীর তাজিম
এবং শানে বেলায়তে দরুদ ও ছালাম জ্ঞাপন করি ।
আচ্ছালামু আলাইয়েকা ইয়া রাছুলুল্লাহ দুজাহান কা ছুলতান
রহমতে আলম শাফায়াতুল্লাহ তাজদারে মদিনা ।



কয়টি বিশিষ্ট জনের মতামত ।

শহীদুল্লাহ খান বলেছেন: যে মিলাদ অনুষ্ঠানে ১ দেরহাম বা চার আনা পরিমান খরচ করল
সে আমি আবুবকর রা: এর সাথে বেহেস্তে যাবে
হযরত আবুবকর রা:



এটি কি হাদীস শরীফ কিংবা গ্রহনযোগ্য কোন গ্রন্থ থেকে নেয়া? জানাবেন দয়া করে। আর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন উপলক্ষ্যে টাকা খরচ করার বিশেষ কোন খাত আছে কি ? জানাবেন।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
লেখক বলেছেন: নবীজীর মুখ নিশ্রিত বানি তার জীবনাদর্শ রহমতের কর্ম উপদেশ
বর্ণনা তা হাদিস
সাহাবা থেকে অধ্যবধি পর্যন্ত যারা আল্লাহর খাঁটি বান্ধা তাদের জীবনী আলাদা
তাদের তাত্ত্বিক জীবনী ইতিহাস স্বতন্ত্র ।
হাদিস আবু হুরাইরা রা হইতে বর্ণনা সাহাবা গন প্রশ্ন করলেন ইয়া
রাছুলুল্লাহ পরবর্তী উম্মতের দিক নির্দেশ কি
নবীজী উত্তর দিলেন কোরআন হাদিস এবং আমার উত্তম সাহাবাদের জিন্দেগি অনুসরন ।
বায়হকি
আর যে কোন মিলাদ অনুষ্ঠানে বা আপনি নিজেই কিছু সংখ্যক
মানুষ কে দাওয়াত দিয়ে দরুদ ছালাম পড়ে দোয়া করে নিবেন
এবং যে কোনউদ্দেশ্য হাছিল হবে ইনশাল্লাহ ।




মতামত চাই বলেছেন: মহানবী ছাললাললাহু আলইহি ওওয়া ছাললাম মুসলিম অমুসলিম সকলের জন্যই আদর্শ। গত বছর এ উদ্দেশ্যে মসজিদে মিলাদ দিব চিন্তা করে ইমাম সাহেবকে বললাম। তিনি বললেন এটা করা জায়েজ নেই। পরে আর দেয়া হয়নি।

তবে আমি মনে করি এই দিনটি মুসলিমগণ এমনভাবে পালন করা উচিত যেমন করে "বড়দিন" এ পৃথিবীর প্রায় প্রতিটি দেশই ব্যাপক আনন্দ ও খুশি প্রকাশ কর ।
লেখক বলেছেন: ঐ ইমাম নবীজী এবং দিনটির তাৎপর্য সম্পর্কে অজ্ঞ
হ্যা বিশ্বে প্রায় ৫০ টি দেশে একাসাথে রাস্টিয় মর্যাদায় দিনটিকে
যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় , বড় দিনের মতই
ঈসা আ আমাদের নবীজীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে
ফরিয়াদ করেছিলেন তার ফরিয়াদ আল্লাহ শুনেছিলেন এবং ৪তুরথ আকাশে উটিয়ে নিয়েছিলেন এবং কিয়ামতের আগে আসবেন এবং ৪০ বছর ইসলামের ভিত্তিত্তে ধর্ম কর্ম পালন করে স্বাভাবিক মৃত্যু বরন করবেন অতঃপর নবীজীর ডান পার্শে কবরস্ত করা হবে তার জানাজা পড়বেন ইমাম মেহেদি যিনি হবেন ইসলামী সাম্রাজ্যর খলিফা ।
দাজ্জাল রুপি শয়তান সারা দুনিয়ায় ফেত্না ফাসাদ সৃষ্টি করে দুনিয়াকে ধর্মান্ধ করে দেবে তক্ষনি তারা ২ মহারথি নামবেন এবং দাজ্জাল কে ধংশ করে আল্লাহর শান্তি প্রতিষ্ঠা করবেন
লেখক বলেছেন: মিলাদ আম্বিয়া আ এর সুন্নত
সুরা বাকারা ১২৯ আয়াত
হে প্রতিপালক আমাদের এবং প্রেরন কর তাদের মধ্য একজন রাছুল তাদেরই মধ্য থেকে ,যিনি তোমার আয়াত সমুহ তাদের নিকট তেলায়াত করবেন এবং তাদেরকে তোমার কিতাব ও পরিপক্ষ জ্ঞান দেবেন এবং তাদেরকে অতি পবিত্র করবেন নিশ্চয় তুমি পরাক্রম শালি , প্রজ্ঞাময় ।

অন্যান্য নবীদের দোয়া এটি

ইব্রাহিম আ এর দোয়া যে দরুদ আমরা নামাযে পাঠ করি
মুসা আ বললেন হে আল্লাহ আহমদ কে , আল্লাহর উত্তর আখেরি যামানার নবী
আমাকে সেই যামানার নবী বানানো হোক
আল্লাহ অসম্ভব সেই আহম্মদ সমস্ত নবীদের সর্দার
তাহলে তার উম্মত হওয়ায় সুযোগ দেওয়া হোক
আনাস রাদিয়াল্লাহু আ হইতে বর্ণীত
ইছা আ বললেন আমিই মনে হয় যামানার বড় প্যগম্বর আল্লাহ বললেন অহংকার ত্যাগ কর মহাম্মাদের উম্মতের একরাতের এবাদত তোমার কউমের সমান হবেনা
ইয়া রাছুলুল্লাহ আমাকে নবী না বানায়ে যদি তার উম্মত বানাতেন বড়ই ভাগ্যবান হইতাম , আল্লাহ তার ফরিয়াদ কবুল
করেছেন এবং আসমানে উটিয়ে রাখলেন আবার আসবেন উম্মত হিসাবে । তবছিরে কবির
আর আমরা উম্মত হয়ে তাকে চিনতে তার শান মান মর্যাদা নিয়ে প্রশ্ন তুলি , নাউযুবিল্লাহ
ফেরেস্তাদের ছুন্নত
দৈনিক ৭০ হাজার ফেরেস্তা নবীজীর রওজা মোবারকে রহমতের ফাকা বিস্তার করে পালা ক্রমে দরুদ ও ছালাম ভেজে আনন্দের সহিত মিছিল সহকারে , যে ফেরেস্তা গন একবার সুযোগ পায় ২য় বার সে কিয়ামত পর্যন্ত সুযোগ পাবেনা ।
অতপর কিয়ামতের পর আনন্দ মিছিলের মাধ্যমে তাকে আল্লাহর ডান পাঁশে সম্মানিত আসনে বসানো হবে ।
মেশকাত শরিফ একাদশ জিলদে ৭৬/৭৭ পৃষ্টা ৫৭০৩ এর ১২ ন্নগ হাদিস

মিলাদ শরিফ সাহাবা কেরামের ছুন্নত
আন্নেয়ামুল কুব্রা হাদিস সংকলন থেকে । উপরে সাহাবাদের ছুন্নত ও তাদের মহান বানি সন্নেবেশিত করা হল ।
আল্লাহ হেদায়েত দিন আমিন ।




আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.