![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুলের টিপ থেকে লাফিয়ে নামা ঝরনা- তার নিপাট স্বচ্ছতায় নুড়িপাথরের মত ছড়িয়ে আছে অবিনাশী অক্ষর। তুমি কবি হয়ে গেছ, কেননা জননব্যাথার আবডালে উঁকি মেরে তুমি দেখে নিয়েছ আসন্ন ইমেজারি। একমাত্র তীর্থসঙ্গী যে বোবা-পথ, তার হাত ধরে তুমি এখন অনায়াসে চলে যেতে পারো বিকেলের বৈকুণ্ঠে।
ধূপধুনোর মধ্যে শুধু চিনে নাও আসল পূজারি; যার অনুশ্চারিত মন্ত্রে ঘনীভূত হয়ে আসে মেঘের ডানা। ...এরপর একদিন তুমি উড়তে শিখবে; বজ্র-বিদ্যুতে বাতাসের গায়ে আঁকতে শিখবে আর্তনাদ। পিস্টনের বিকট ঘষটানির উদ্বেগ ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলে- মনে রেখ, আঙ্গুল যেন তাক করা থাকে ভূমিতলে, যেখানে অনিঃশেষ ঝরনার পতনে তৈরি হতে থাকবে অনির্বাচিত রঙধনুসমগ্র।
২| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:০৯
মাক্স বলেছেন: সুন্দর!
৩| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:১৩
অপর্ণা মম্ময় বলেছেন: পুরোটাই সুন্দর । বিশেষ করে এই লাইনটা --
তুমি কবি হয়ে গেছ, কেননা জননব্যাথার আবডালে উঁকি মেরে তুমি দেখে নিয়েছ আসন্ন ইমেজারি।
--- আসন্ন ইমেজারি ! বাহ , মুগ্ধতা
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৬
প্যাপিলন বলেছেন: গদ্যকাব্যে ভাল লাগা