![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তর অঞ্চল বন্যায় দিনাজপুর জেলা সব থেকে ক্ষতির সম্মুখীন হয়ছে। এখান কার লোকের বন্যা সম্পর্কে অভিগতা ছিলোনা। এই বন্যা অনেকের মনে আতংক সৃষ্টি
হয়েছে । অনেয় বয়স্ক লোক বলতেছে উনি বাপের জন্মে এমন বন্যা দেখেন নি। বন্যা এখন নাকি শুরু চলবে ২১ তারিখ পর্যন্ত। দিনাজপুর ঢাকা মহা সড়কের প্রায় ২০ কি মিঃ পানির নিচে। সদর কোথাও কোথাও ৫-৬ ফিট পানির উচ্চতা। হেক্টর হেক্টর আমন ধান পানির নিচে যা এই এলাকার প্রধান ফসল। দিন দিন অবনতি হচ্ছে জানিনা সামনে কি অপেক্ষা করছে। এখন পর্যন্তু প্রায় এ জেলায় ২৬ জনের প্রান বিয়োগ হয়ছে। বিরামপুর ফুলবাড়ি, নবাবগঞ্জ, বিরল, চিরিবন্দোর, দিনাজপুর সদর প্লাবিত হয়ছে। সদরে প্রায় ১ লক্ষ ৫৯ হাজার লোক পানি বন্দি। এসব থানার অবস্থা অরো খারাপ। অনেকেই সামাজিক মাধ্যমে লিখছেন কোথায় সাহায়্য করবেন,দেশের বিভিন্ন স্থানে বন্যা, দিনাজপুরে বন্যা শুরু, উনারা ফেবু তিন চারটি অপশন দিয়ে রাখছে কোথায় সাহায়্য করবে জনতার কাছে জানতে চাই। উনার দিনাজপুরকে অবঞ্জা করতেছে। আমার লিক্ষাটা কোন উত্তর অঞ্চল কোন ব্যক্তি পড়ে থাকেন , তাহলে নিজে থেকে যা পারেন সাহায্য করেন, অপনি দেশে বা দেশের বাহিরে অবস্থান করেন, কারন, আমরা অসহায়। আমরা বিকার গ্রস্থ, আমরা আতংকিত। আমরা ভিতু না।
১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৩:০১
সাহাবুব আলম বলেছেন: আপনাকে ধন্যবাদ। সদরের আবস্থা ভয়াভয়ো, আধিকাংশ আবাদি জমি পানির নিচে
২| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:২৩
মামুন ইসলাম বলেছেন: বন্যা এখন নাকি শুরু চলবে ২১ তারিখ পর্যন্ত।
মানে আরো ৭দিন।
১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৩:০৪
সাহাবুব আলম বলেছেন: জ্বি ভাই টিভি পত্রিকা এমনি দেখতেছি, আরো ৭ দিন বন্যা থাকে, আমরা চরম হুমকির মাঝে পড়বো।
৩| ১৫ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:৩৬
লেখা পাগলা বলেছেন: এটা সামুর ব্লগ না গাছ কাটার জমিন ।
একটি ভুল পাওয়া গেছে
you are not allowed to post anything in this blog
ওই যে এক শালার পুলায় খারাপ ছবি দিছে পোস্টের ভিতর হের পরেও মডুগো চোখ অন্ধ
চোখে দেখে না । ব্লগ নয় এযেন কানার হাট বাজার ।
মানুষ সব মইরা যাক খালি সরকার আর সামু বাইচ্চা থাক।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:১৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
"অনেয় বয়স্ক লোক বলতেছে উনি বাপের জন্মে এমন বন্যা দেখেন নি।"
আমার নানার বাড়ি দিনাজপুর জেলার খানসামা উপজেলায়; মামা ও খালার বাসা জেলা সদরের সুইহারি এলাকায়; দিনাজপুরের অবস্হা ভায়াবহ তা নিজ পরিবারের সদস্যদের কাছ থেকেই শুনতেছি। আপনাকে ধন্যবাদ দিনাজপুর বাসির হয়ে কথা বলার জন্য।
আপনাকে বিশেষ ধন্যবাদ পোষ্টের জন্য। আপনার পোষ্টেটি আমার স্টিকি পোষ্টে লিংক করে দিয়েছি যাতে করে সকলের দৃষ্টিগোচর হয়।