নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাবুব আলম

সাহাবুব আলম › বিস্তারিত পোস্টঃ

ব্লু হোয়েল আমাদের ভাবনা

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১০

ব্লু হোয়েল এর বিস্তারিত, ব্লু হোয়েল কি, ব্লু হোয়েল খেললে কি মানুষ মারা যায়, ব্লু হোয়েল কোথায় পাবো, আসলেই কি গেম খেলে মারা গেছে । এগুলার বিস্তারিত আলোচনা ।

*** এই গেমের বাংলা নাম ব্লু হোয়েল বা নীল তিমি বা রুশ ভাষায় ( সিনিয় কিত) । নাম থেকে ধারণা করা ব্লু হোয়েল একটি রুশ অনলাইন প্রতিযোগিতামূলক গেম। এই গেমের নির্মাতা হিসেবে দাবি করে এই ব্যক্তি (ফিলিপ বুদেইকিন)। ব্লু হোয়েল গেমটি ২০১৬ সালের
মে মাসে রুশ পত্রিকা ন্যভায়া
গ্যাজেটা (রুশ : Новая газета ) মাধ্যমে প্রথমবারের মতো আলোচনায় আসে সেখানে ভিকোন্তাকে নামের
সামাজিক মাধ্যমের এফ৫৭ (এফ৫৭
মূলত ডেথ গ্রুপ নামে পরিচিত )
নামের একটি গোষ্ঠীর অনুসারী
কমপক্ষে ১৬ জন কিশোর-কিশোরীর
আত্মহত্যাকে এই গেমটির সাথে
সম্পৃক্ততা তুলে ধরা হয়।
প্রতিবেদনটি রাশিয়ার উপর একটি
নৈতিক ভীতির ঝড় তোলে
অসংখ্য প্রতিবেদন তৈরি হয় কিন্তু
এখনও এর কোনটিই সরাসরি
আত্মহত্যার সাথে নিদৃষ্ট গোষ্ঠীর
কার্যক্রমকে কে দায়ী করার মতো
যথেষ্ট মজবুত নয়।
এই গেমের সবচেয়ে আলোচিত দুই
ভিকটিম হলেন, ইউলিয়া
কোন্সটান্টিনোভা (১৫) ও
ভেরোনিকা ভলকোভা (১৬)।
তারা দুই জন একই সঙ্গে আত্মহত্যা
করেন। অনুসন্ধানে দেখা যায়,
রাশিয়া ছাড়াও আর্জেন্টিনা,
ব্রাজিল, চীন, পাকিস্তান,
ইতালিস সহ আরও ১৪টি দেশে
বিভিন্ন নামে এই গেমটি চলছে।

*** বিভিন্ন প্রতিবেদন অনুসারে
দেখা যায়, অংশগ্রহণকারীদের ৫০ (পঞ্চাশ)
দিনের জন্য পঞ্চাশটি ঝুঁকিপূর্ণ
টাস্ক বা কাজ দিয়ে থাকেন।
অংশগ্রহণকারীরা সেই সব টাস্ক
সম্পন্ন করে নির্দৃষ্ট গোষ্ঠীকে
প্রমানস্বরূপ ছবি বা ভিডিও পাঠায়
বা নিজেদের সামাজিক
যোগাযোগ মাধ্যমে মিডিয়ায়
সেগুলি পোস্ট করে। সর্বশেষ,
পঞ্চাশতম টাস্ক বা চ্যালেঞ্জটি
হলো আত্মহত্যা এবং আত্মহত্যা
করতে পারলেই খেলোয়াড়
বিজয়ী।

*** এই গেম খেলে কেউ মারা গেছে এর জোরালো তথ্য প্রমান এখনো কোথাও পাওয়া যায় নি। ধরেই নিতে পারি মানুষ মারা যায না। ঢাকার যে মেয়ে মারা যাওযার কথা বলা হচ্ছে তার সাথে এই গেমের কোন অস্তিত্ব পাওয়া যায নি, তবে দেশের প্রথম সারির পত্রিকা গুগা কোন খোজ খবর না নিয়ে কপি পেষ্ট করে নিউজ পরিবেশন করছে যা দুঃখ জনক।

*** এই গেম ডার্ক ওয়েবে ছাড়া পাওয়া যায় না তবে এখন পর্যন্তু কারো ফোনে এই গেমের অস্তিত্ব পাওয়া যায নি।

সবশেষে বলা যায এই গেম একটি গুজব বা মিথ যা মানুষের মুখে মুখে চলে আসছে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৯

আবু তালেব শেখ বলেছেন: আমারও তাই মনে হয়।গুজব।এটা দেখতে পারেন

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৩

সাহাবুব আলম বলেছেন: ধন্যবাদ। সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.