![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সকালে বাড়ির সবার চিল্লানিতে আচমকা ঘুম ভেঙে যায়। আগুন আগুন শব্দে আমি তো কয়েক সেকেন্ড এর জন্য হতবুদ্ধি হয়ে যায়। আমার ঘরে বিদ্যুৎ মেইন সুইচ তাড়াতাড়ি করে দরজা খুলে দেয় মা এসে মেইন সুইচ বন্ধ করে দেয়। যে ঘরে আগুন সেখানে গিয়ে দেখি আমাদের সবার আবেগ জড়িত SAMSUNG ফোনে আগুন ধরছে। ব্যাটারি টেবিলের উপর আর মোবাইল মেঝেতে। আগুন জ্বলছে ব্যাটারিতে। প্রথমে মনে করলাম চার্যে ছিল এজন্য হয়তো এই বিষফোরন কিন্তু না ফোন চার্যে ছিল না এমনি ছিলো। এই মুঠোফোনটি সম্ভবত ২০০৬ কি ২০০৭ সালের তখন জিপি সিম আর মোবাইলের ব্যান্ডেল অফার চলছিলো ট্যাগ ছিলো সম্ভবত প্রিয় জনের কথা মিছ হবেনা কখনো। এখন আসি মোবাইল আর আমার আবেগ। তখন ২০১০ সাল মেসেজ আসতো ক্যাটরিনা ছবি ডাউনলোড করুন ৩০ টাকা। লিংকে ঢুকে ছবি ডাউনলোড দিছিলাম। এটাই প্রথম ইন্টারনেট জগতে পদার্পণ। এর গুগুলের সাথে পরিচয় আর ক্যাটরিনা কাইফের ছবি ডাউনলোড দিতে গিয়ে প্রায় ২০০ টাকার মতো খরচ হয়ছিলো। ফোন মেমরি ২০০ কেবি আর ৩০ সেকেন্ড ৫ টি audio সেভ করা যেতো তখন অই ৩০ সেকেন্ড কত গান রেকড করছি ডিলিট করছি। এটি আমাদের বাড়ির ৩য় নাম্বার ফোন। আরো অনেক আবেগ জড়িয়ে আছে এই ফোনের সাথে। ভাবছিলাম চলতে চলতে বন্ধো হয়ে যাবে ভাবিনি এভাবে আত্নহত্যা করবে।
২| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫০
ফেরদৌসা রুহী বলেছেন: আহারে, মোবাইলের জন্য সমবেদনা রইলো।
১৯৯৯ এর শেষ দিক থেকে মোবাইল ইউজ করি। এরমধ্যে অনেক মোবাইলই চেঞ্জ করেছি কিন্তু পুরাতন কয়েকটা স্মৃতি হিসাবে আছে এখনো।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৮
মোস্তফা সোহেল বলেছেন: আপনার অত্যাচারেই মনে হয় বেচারা মোবাইল আত্বহত্যা করছে।
৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৯
কালীদাস বলেছেন: পুরানো মোবাইল, অনেক দিন ব্যবহারে মায়ায় পড়ে গিয়েছিলেন বোঝাই যাচ্ছে।
পিএস: বানানে একটু যত্নশীল হবেন প্লিজ।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: মায়া লাগানো মোবাইল ।প্রিয় জিনিস নষ্ট বা হারিয়ে গেলে এমনই কষ্ট লাগে।ভালো লিখেছেন।