![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন ভালো না থাকাটা
একদা ছিল আকস্মিক। প্রেমে
ব্যর্থ বা জীবনের অসফলতার
জন্য ‘মন ভালো নেই’ বলে
কেউ কেউ কিছুদিন চুপচাপ
থাকতেন। আজকাল ‘মন
ভালো নেই’ একটি
সংক্রামক ব্যাধি হয়ে
গেছে।
বিশেষত শিশু, কিশোর, তরুণ-
তরুণীদের মধ্যে ‘ভাল্লাগে
না’ প্রবণতা ভয়ঙ্করভাবে
বেড়েছে। খারাপ মন নিয়ে
জীবন বিষিয়ে তুলছে
তারা। কখনো মাদক বা
আত্মঘাতী প্রবণতায়
জড়াচ্ছে। বিষণ্নতায় আচ্ছন্ন
হয়ে হতাশ জীবনের পথে
চলে যাওয়া প্রজন্মের খোঁজ
অনেক সময় বাবা-মা রাখতে
পারে না নানা ব্যস্ততায়।
চরম একাকিত্ব ও হতাশায়
নিজের সন্তানের মনের
অতলে যে গভীর কালো জগত
তৈরি হয়েছে, সে খেয়ালও
অনেক অভিভাবক রাখেন
না। সন্তানটি (ছেলে বা
মেয়ে) নীল জগতের
উদভ্রান্ত সীমানায়
হারিয়ে যেতে থাকলেই
টনক নড়ে পিতা-মাতার।
ততক্ষণে হয়ত অনেক ক্ষতি
হয়ে গেছে!
বিষয়টি একদিকে যেমন
সামাজিক, পারিবারিক,
অন্য দিক থেকে স্বাস্থ্যগত
সমস্যাও বটে। কারণ, স্বাস্থ্য
বলতে বোঝানো হয়
শারীরিক ও মানসিক
সুস্থতা, উভয়টিকেই। কবে যে এই ভাল্লাগেনা অসুখটি ভালো হবে।
‘বিষাদ
ছুঁয়েছে আজ/ মন ভালো নেই/
মন ভালো নেই/ ফাঁকা
রাস্তা, শূন্য বারান্দা/
সারাদিন ডাকি সাড়া
নেই....।
©somewhere in net ltd.