নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাবুব আলম

সাহাবুব আলম › বিস্তারিত পোস্টঃ

নারী

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬

নারী মানে একটা আস্ত যৌন বস্তু
অথবা ওই ঢাকা চুল। নারী আবার মানুষ
নাকি! নারীর মাথায় গোবরের
লজ্জা পূর্ণ থাকে। আর ওই গোবরের
লজ্জা ঢাকতেই হিজাব পরতে হবে।
আসলে নারী বেশি খুশি হয় পুরুষকে
সন্তুষ্ট করে। প্রেমিক বা স্বামীর
জোর পূর্বক বা আদর করে শরীর ঢেকে
দেওয়াকে নারী প্রেম ভাবে।
ভাবে যে পুরুষটি তাকে অত্যন্ত
ভালবাসে বলেই, নিজের
অধিকারের মনে করে বলেই আর
কাওকে দেখতে দেবেনা বলেই
ঢেকে দেয়। অর্থাৎ সে আদর্শ স্বামী
বা আদর্শ প্রেমিক। আর সেই নারী
তার প্রেমিক বা স্বামীর এমন আচরণে
বড্ড তৃপ্ত। সেসব নারী শুধু পুরুষের
অধিকার বা সম্পত্তি হয়ে থাকতেই
পছন্দ করে। এটাই বর্তমান সমাজ
মেয়েমা। আমি বরং সেই মানুষটাকে
ভীষণ ভালবাসি, ভীষণ শ্রদ্ধা করি
যিনি কখনোই, কোনো পরিস্থিতি
সে যেমনই হোক, হিজাব পরেনি।
মাথা ঢাকেনি। বুদ্ধিকে ঢেকে
দেয়নি পুরুষের বা সমাজের মোড়া
জুতো দিয়ে। এমনকি সেই মানুষটা যখন
নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে, মুখ না
ঢেকে বাইরে বের হলেই মৃত্যু, মানুষ
চিনে ফেললেই মৃত্যু অবশ্যম্ভাবী
অথবা মাথা, মুখ ঢেকে বাইরে
বেরিয়ে সকলের চোখকে ফাঁকি
দিয়ে কাঁটা তার পেরোতে
পারলেই মুক্তি এই এতকিছুর পরও সেই
মানুষটা মাথা ঢেকে কখনো
পালিয়ে যেতে চায়নি, সেই
মানুষটা আমার কাছে হিরো। সেই
মানুষটা আমার কাছে মানুষ। সেই
মানুষটাই আমার কাছে আদর্শ নারী।
যারা পুরুষকে সন্তুষ্ট করতে চুল ঢাকে,
তারা আবার ভালো হয় নাকি! ওদের
তো কোনো ব্যক্তিত্বই নেই।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিষয়টি আপেক্ষিক,
জীবনটা কবিতার পাতার মতো
সাদা কাগজের কালির লেখা নয়।

২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬

সাহাবুব আলম বলেছেন: হয়তো। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.