নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাবুব আলম

সাহাবুব আলম › বিস্তারিত পোস্টঃ

আর কত রক্ত শোষণ করবি

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

ভালোই তো! ঋণের টাকা ১২০টি
সমান কিস্তিতে অর্থাৎ ১০ বছরের
মধ্যে আদায়যোগ্য। ৩০ লাখ টাকা
ঋণের বিপরীতে মাসিক কিস্তি
দাঁড়ায় ২৫ হাজার টাকা। গাড়ি
না কিনে (কাগজে কেনা
দেখিয়ে) ৩০ লাখ টাকা এফডিআর
করে দিলে মাসে পাওয়া যাবে
২৫ হাজার টাকা। সুদের টাকায়
দেনা শোধ। চালক ও তেলের খরচের
৫০ হাজার টাকা পকেটে পুরা
যাবে (বাড়িতে বাবুর্চি না
রেখে অনেক সচিব বাবুর্চি ভাতা
নেন বলে খবর দেখেছি একদা)।
অধীনস্থ ডিপার্টমেন্ট থেকে একটা
গাড়ি আনিয়ে নিলে চলাচলের
কাজ সারা যাবে।
যেখানে গরীব চাষিদের ঋণ দেয়
১৮-২২% হারে সেখানে ঊপসচিব
দের ঋণ দিচ্ছে শূন্য(০%) হারে ।
ওনারা কি গরীব চাষিদের ঋণ
থেকেও অসহায় । যারা সরকারের
অনেক সুবিধা ভোগ করে এবং
দুর্নীতি মাধ্যমে অনেক টাকা
উপার্জন করে তাদের আরো তাদের
বিনা সুদে লোন দেওয়ার কোন
কারন নাই । দিতে হলে গরীব কৃষক
দের বিনা সুদে লোন দেওয়া হউক

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৬

ঢাকার লোক বলেছেন: তাঁরা দেশের (কর্ম) কর্তা! শোষণ চলছে, চলবে
রক্ত যতক্ষণ আছে, কে আছে কি বলবে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.