নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাবুব আলম

সাহাবুব আলম › বিস্তারিত পোস্টঃ

বিয়ে করবেন তাদের জন্য

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১২

কয়দিন থেকে এই লেখা মেসেজ আর ওয়ালে বার বার আসতেছে।

দিন শেষে ঘরে ফিরে স্ত্রীর ব্রা
খুলতে ব্যস্ত থাকা স্বামী ভুলে যায়,
স্তন থেকে দু ইঞ্চি গভীরে একটা
হৃদপিন্ড আছে!
রাস্তার মোড় থেকে কনডম কিনে ঘরে
ফেরা স্বামীর মনে থাকে না, একটা
ছোট্ট কাজলের কৌটা নিয়ে আজ
ঘরে
ফিরলে কেমন হয়!
সংসার একটা উপভোগ করার জায়গা!
অথচ, আমরা অনেকসময় শুধু ভোগ
করাটাকেই সংসার ভাবতে থাকি!
ভোগ আর উপভোগের মাঝখানের
পার্থক্যটা বুঝতে কষ্ট হয় বলেই
আমাদের
দাম্পত্য জীবনে একঘেয়ামী চলে
আসে!
সংসার মানে আসলে নিয়ম করে
ব্লাউজের বোতাম খোলা না, এসব
খোলামেলা নিয়মের বাইরেও অনেক
কিছু থাকে!
সংসার একটা দায়িত্ববোধের ব্যপার!
শারিরিক আকর্ষনের উন্মাদনা শেষে
উল্টা পাশ হয়ে ঘুমিয়ে যাওয়া দম্পতি
টের পায়না, ভালোবাসায় কখনো
অনিহা আসে না!
বীর্য স্ফলনের পর যদি মানুষটাকে অসহ্য
লাগা শুরু হয়, তাহলে আপনি কামুক,
এখনো প্রেমিক হয়ে উঠতে পারেননি!
প্রেমিক হলে, মাথায় হাত বুলাতে
বুলাতে বিপরীত মানুষটার নিদ্রা
পর্যন্ত অপেক্ষা করতে হয়!
একটা বয়সে আমরা প্রেমের
পাশাপাশি শরীরটাকেও ভীষন
ভাবে প্রত্যাশা করি!
আবার একটা সময় শরীরের পাশাপাশি
আমাদের প্রেমটাও ভীষন প্রয়োজন হয়!
নগ্ন দেহের প্রতি কোন মুগ্ধতা নেই!
মুগ্ধতা পাওয়া যায় প্রেমিকার চুলে,
গালের টোলে, কপালের টিপে,
চোখের কাজলে!
প্রেম মানে "তোমার চোখের দিকে
তাকিয়ে ২৫৬ বার মরে যাওয়া যায়"!
প্রেম মানে "তুমি ঘুমাও, আমি একটা
আস্ত রাত জেগে থেকে তোমাকে
দেখি"!
ভালোবাসার জন্য আপনি শরীরকে
অস্বীকার করতে পারবেন না, তাহলে
শরীরের জন্য কিভাবে
ভালোবাসাকে অস্বীকার করেন!
ভালোবাসায় শরীর আসবেই, তবে
শরীরেও যাতে ভালোবাসা আসে!
শুধু স্তন নয়, স্তন থেকে দু ইঞ্চি গভিরে
থাকা হৃদপিন্ড যে দেখতে পায়না, সে
আর যাই হোক ভালোবাসতে
শিখেনি!
আমরা যোনীর গভীরতা আবিস্কার
করতে শিখেছি, অথচ হৃদপিন্ডের
গভীরতা অনুসন্ধান করতে শিখিনি!
একটা রাত কাপড় খুলে শুয়ে না থেকে,
মানুষটার হাত ধরে বসে থেকে দেখুন!
দু চারটা সুখ-দুঃখের কথা শুনুন! বিপরীত
মানুষটাকে একটু সময় দিন।! তাতে
পরস্পরের প্রতি ভালবাসা বাড়ে....

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


ভালো পদ্য, রুগ্ন ভাবনা

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

সাহাবুব আলম বলেছেন: হয়তো

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো লাগলো।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

সাহাবুব আলম বলেছেন: কি জানি

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১

আবু সায়েদ বলেছেন: শরীরে ৌরুষ পাওয়ার না থাকলে বঊ-তো থাকিবে না, খালি প্রেমের কাব্য দিয়া কি বিবির ৌবনের জ্বালা মিটিবে?

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

সাহাবুব আলম বলেছেন: হয়তো হ্যা হয়তো না

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১২

95308 বলেছেন: আমাদের সমাজে এটাই প্রচলীত

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

সাহাবুব আলম বলেছেন: হতেপারে

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: দুনিয়াটাই এখন ভোগবাদী।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

সাহাবুব আলম বলেছেন: ক্রমশ এগিয়ে যাচ্ছে

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৭

আমি মুরগি বলেছেন: আমার খুব গোছালো লেগেছে। লেখার ভেতরে ঘোর লাগানো ব্যাপার ছিল। মস্তিষ্ক নাড়া দেওয়ার একটা সুক্ষ খোচা ছিল। আপনি লিখেছেন??

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

সাহাবুব আলম বলেছেন: সামান্য

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৪

মরুচারী বেদুঈন বলেছেন: তার বড় কারন আমাদের শিক্ষা ব্যাবস্থা!
যা আমাদের শেখাতে পারে না সৎ আদর্শ। আফসোস! আফসোস!

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

সাহাবুব আলম বলেছেন: হয়তো তবে সমাজ ব্যবস্থা দায়ী। ধন্যবাদ

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

রিএ্যাক্ট বিডি বলেছেন: হমমমম

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

সাহাবুব আলম বলেছেন: জ্বী

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫

তারেক ফাহিম বলেছেন: অভিজ্ঞতার জন্য বিয়ে করতে হবে।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫

সাহাবুব আলম বলেছেন: অতিশীঘ্রই। ধন্যবাদ

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

কামরুল ইসলাম চন্দন বলেছেন: বাস্তবতা

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৫

সাহাবুব আলম বলেছেন: সহমত। ধন্যবাদ

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৬

আবু তালেব শেখ বলেছেন: যুক্তি আছে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৫

সাহাবুব আলম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.