নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাবুব আলম

সাহাবুব আলম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ রেলওয়ে নিয়ে কিছু কথা

২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮

ভয়াবহ এবং বাস্তব সমস্যা। Bangladesh
Railway টিকেট কালোবাজারি বন্ধে
২০১৭ সালেও আমাদের কোনো
ব্যবস্থা নেই বা নেয়ার কোনো
চিন্তা ভাবনাও নেই। ট্রেনের জন্য
পাগলপারা মানুষ। কিন্তু নেই সিট,
নেই টিকেট। এত চাহিদা পৃথিবীর
অন্য কোনো দেশে হলে তারা
প্লেনে করে রাতারাতি রেডিমেট
কোচ আর ইঞ্জিন নিয়ে আসত। দুর্ভাগ্য
আমাদের।
একটি প্রজেক্ট নিয়ে শুধু ঢাকা
কমলাপুর, বিমানবন্দর আর চট্টগ্রাম
স্টেশন যদি একেবারে সিল করে
দেয়া যেত, যেন বিনা টিকেটের
কোনো যাত্রী প্রবেশ করতে না
পারে, তাহলে রেলের আয় লাফিয়ে
লাফিয়ে বেড়ে যেত।
লক্ষ লক্ষ হাজার কোটি টাাকার
বাজেট হয়, কাজ হয়, কিন্তু সামান্য এই
কাজ করার মানসিকতা বা
চিন্তাভাবনা কিংবা আগ্রহ
কর্তৃপক্ষের নেই।
স্টেশন উঁচু আর সিল করার প্রজেক্ট
নিয়ে ফাইল মাননীয় প্রধানমন্ত্রীর
টেবিলে পাঠিয়ে দেখুন তো, ফেরত
আসে কিনা। নিজেদের কারখানায়
কোচ বানাবার অর্থ চেয়ে ফাইল তাঁর
কাছে পাঠিয়ে দেখুন তো, তা ফেরত
আসে কিনা।
আমরা তো কথায় কথায় সরকার
প্রধানের দোষ ধরি, কটু কথা শুনাতে
বা বলতে কার্পণ্য করি না। কল্যাণের
নথি ফেরত এসেছে, এমন রেকর্ড তো
দেখিনি কখনো।
টিকেট কালোবাজারি বন্ধে পাইলট
প্রকল্প হিসেবে ঢাকা চট্টগ্রামের
অন্তত একটি ট্রেনের টিকেটে
যাত্রীর নাম ও বয়স যোগ করার কথা
আমরা বহুবার বলেছিলাম।
চিন্তাভাবনা করে দেখা হবে বলে
রেল ভবন থেকে বলাও হয়েছিল। সেই
টিকেট হস্তান্তরযোগ্য হবে না।
টিকেটধারী যাত্রীকে যাত্রার সময়
পরিচয় প্রমাণের জন্য যে কোনো
একটি আইডি সাথে রাখতে হবে।
তাহলে আর ব্ল্যাকারের টিকেট
হাতবদল হত না। সে সাথে ইটিকেটের
কোটা বাড়িয়ে ৫০% করে দিলেই হত।
কাউন্টারে ভিড় কমে যেত।
২০১৭ সাল, কিছু তো একটা শুরু করা
দরকার। অন্তত ট্রায়াল এন্ড এরার
বেসিস। ভারতে এইভাবে দিব্যি
চালিয়ে দিচ্ছে তারা। আমরা কেন
পারব না!!!
শুরু তো করুন।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৬

আবু তালেব শেখ বলেছেন: ডিজিটাল তাহলে শুধু মুখে মুখে? ??

২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

সাহাবুব আলম বলেছেন: হয়তো।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: খুবই যুক্তিপুর্ণ কথা । এর বাস্তবায়ন প্রয়োজন ।

শুভেচ্ছা রইল ।

২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

সাহাবুব আলম বলেছেন: ধন্যবাদ

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

এমএ জব্বার বলেছেন: আমরা আশাবাদী। বাংলাদেশ একদিন যোগাযোগ শিক্ষা সহ সর্বত্র ডিজিটালাইস্ড হবে। স্বপ্নবাড়ী

২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০

সাহাবুব আলম বলেছেন: সহমত

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ ব্যপারে আমিও অনেকবার চিন্তা করেছি। একটা দেশে এত যাত্রী থাকার পরও কীভাবে রেলওয়ে লস করে? আমাদের সিস্টেমের কারণে আজ বিমান, রেলওয়ে লস করে। অথচ এগুলো খুব সহজেই লাভজনক করা যায়। যারা আধা ঘন্টার মধ্যেই সব টিকেট শেষ করে ফেলছে তাদের কেন ধরা হচ্ছে না? এন আই ডি থাকার পরও কেন টিকেট কাটা হচ্ছে এন আই ডি ছাড়া? ছোট ছোট স্টেশনগুলোতে টিকেট ছাড়া যাত্রী কেন উঠবে? মাত্র ২০/৩০ টাকা দিলেই টিটি আর কিছু বলে না। হায় বাংলাদেশ!

২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০

সাহাবুব আলম বলেছেন: ধন্যবাদ

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫১

আখেনাটেন বলেছেন: শর্ষের ভিতর ভূত থাকলে ট্রেন লস করতেই থাকবে।

প্রতিটা ট্রেন ট্রিপে অতিরিক্ত যাত্রী বোঝাই থাকে। তারপরও ইনারা বার্ষিক রিপোর্টে বলে ট্রেনে যাত্রী নেই। এ দেশেই এই সব তুঘলঘি কাণ্ড সম্ভব।

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

সাহাবুব আলম বলেছেন: সম্ভবকে অসম্ভব করাই এ দেশের কাজ

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: দেশকে উন্নত করতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কোন বিকল্পো নেই। অার যোগাযোগব্যবস্থার উন্নয়নের জন্য সহজ টেকশই এবং অামাদের দেশের মতো জানজটের দেশে রেল লাইনের উন্নয়নের কোন বিকল্পো নেই। কিন্তু এর কোন সমাধানই হলো না।
যতো দূর্নীতি সব সরকারি প্রকল্পে...

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬

সাহাবুব আলম বলেছেন: সহমত

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

রাজীব নুর বলেছেন: সত্য কথা লিখেছেন ভাই সাহেব।

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৫

সাহাবুব আলম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.