নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাবুব আলম

সাহাবুব আলম › বিস্তারিত পোস্টঃ

আমার চিন্তাধারা

০৯ ই মে, ২০১৮ রাত ৩:৫২

আমাদের দেশের মেয়েদের গায়ের রং কোনোকালেই শ্যামলা/কালো ছাড়া অন্য কোন টাইপ ছিল না। ০০০০০০০০১% মেয়ে যারা ফর্সা তাদের আদিপিতা বঙ্গদেশের না, তারা বার্মা, কাশ্মীর, পার্সিয়ান, পর্তুগিজ, পাকিস্তান এইসব দেশ থেকে এই দেশে মাইগ্রান্ট হইসেন। কালো বা শ্যামলা হওয়া দোষের কিছু না, দোষ তখনি যখন কালো না ফর্সা এইটার ভিত্তিতে যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করা হয়। আমরা যতই রাখঢাক করি না কেন, বর্ণবাদ প্রথা আমাদের রক্তের সাথে মিশে আছে, এর উপর হঠাৎ বিদেশী কিছু কোম্পানী, টিভি চ্যানেল এসে মেয়েদের বোঝাতে শুরু করলো তাকে ফর্সা হতে হবে,না হয় কেও ফিরেও তাকাবেনা। ছেলেদের মাথাতেও এটি ঢুকানো হলো যে শ্যামলা/কালো মেয়েদের উপর ক্র্যাশ খাওয়া তেমন একটা ক্লাসসি ব্যাপার না।

আমাদের বাচ্চারা সারা জীবন মায়ের বুকের দুধ খেয়ে বড় হইসে। হঠাৎ কিছু বিদেশী কোম্পানী এসে আমাদের আম্মুদের বোঝাতে শুরু করসে ল্যাকটোজেন না খেলে নাকি বাচ্চার বিকাশ হবেনা, হরলিক্স না খেলে নাকি বাচ্চার বুদ্ধি হবেনা, কমপ্লেইন না খেলে নাকি বাচ্চা লম্বা হবেনা। আর মায়েরাও তা মেনে নিলেন। মায়ের বুকের দুধ খেলে মায়েদের ফিগার নষ্ট হয়ে যাবে তাই তারা এখন কৌটার দুধ কিনছে, ডিজিটাল যুগ বলে কথা কারণ এখন ‘‘ফর্সা না কালো এটির সাথে ফিগার ও গুরুত্বপূর্ণ"

আমরা আজীবন তিন বেলা ভাত খাইসি। অথচ বিদেশী খাবারের কোম্পানীগুলো এসে আমাদের বোঝাতে শুরু করলো যে সকালে ভাত খায় চাষাভূষারা, 'স্মার্ট' মানুষ খায় ওদের কোম্পানীর কোনফ্লেক্স, চীজ,বিস্কুট ও চা।হুজুগিয়া বাঙালী স্মার্ট হবার অসার দৌড়ে নেমে পড়লাম, ফেসবুকে অতিরঞ্জিত হয়ে শোঅফ করতে থাকলাম। কর্পোরেট রাঘব-বোয়ালরা আমাদের আবেগ,অজ্ঞতাকে পুঁজি করে আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে; আর আমরা নিজেদের মনে করছি

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৮ ভোর ৫:০২

চাঁদগাজী বলেছেন:


ভালো চিন্তাধারা।
আপনি একা, নাকি আরো লোকজন একই ধরণের ভাবনা ভাবছেন?

০৯ ই মে, ২০১৮ ভোর ৫:২৫

সাহাবুব আলম বলেছেন: হতে পারে একই ভাবনা ভাবছে

২| ০৯ ই মে, ২০১৮ ভোর ৫:০৪

চাঁদগাজী বলেছেন:

নীচের সবগুলোই ১%:

১% = ০১% = ০০০০০০০০০১%

০৯ ই মে, ২০১৮ ভোর ৫:২৪

সাহাবুব আলম বলেছেন: হয়তো

৩| ০৯ ই মে, ২০১৮ সকাল ৭:৫০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: হুম, ঠিকই বলেছেন। কথাগুলি রাইট।

০৯ ই মে, ২০১৮ রাত ১০:৪২

সাহাবুব আলম বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য

৪| ০৯ ই মে, ২০১৮ সকাল ৮:৫৩

আকিব হাসান জাভেদ বলেছেন: আমরা সেই জাতি যেখানে ৪৯৯ টাকা দিয়ে ৫০০ টাকার ভালো জিনিস টা কিনতে চাইনা। আর মার্কেটিংয়ের এই জগতে বিদেশী কোম্পানিগুলো যা শিখাচ্ছে তাতে করে কৃষক কৃষকই থাকবে শুধু স্বদেশ বিদেশ হয়ে যাবে। যৌক্তিক লিখেছেন ।সুন্দর ।

০৯ ই মে, ২০১৮ রাত ১০:৪২

সাহাবুব আলম বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য

৫| ০৯ ই মে, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: গায়ের রঙ কোনো সমস্যা না। মন মানসিকতা, বুদ্ধি, মেধা রুচিবোধ এইগুলোইয়া আসল।

প্রতিটা শিশুকে কমপক্ষে দুই বছর মায়ের বুকের দুধ খাওয়া খুব দরকার।

ভালো লিখেছেন।
কেউ যখন ভালো কথা বলবে আমরা তা গ্রহন করবো। আর মন্দ কথা বর্জন করবো।

০৯ ই মে, ২০১৮ রাত ১০:৪২

সাহাবুব আলম বলেছেন: সহমত । ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য

৬| ০৯ ই মে, ২০১৮ সকাল ১১:০২

ভুয়া মফিজ বলেছেন: গ্রহন/বর্জন মানুষের শিক্ষা, পারিবারিক-সামাজিক ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করে। তবে জাতী হিসাবে আমরা হুজুগে, এটাও একটা সমস্যা। আপনার চিন্তা ঠিক পথেই আছে। তবে ১% এর আগে যতোই ০ বসান, এটা ১%-ই হবে :)। এত্তোগুলা ০ বসানোর কারন কি?

০৯ ই মে, ২০১৮ রাত ১০:৪৩

সাহাবুব আলম বলেছেন: ০ বসানোর কারন আমি আশাবাদি ।ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য

৭| ০৯ ই মে, ২০১৮ সকাল ১১:৪৪

জাতির বোঝা বলেছেন:
বিয়ে করতে গেলে কেউ কালো মেয়ে খোজে না। সবাই ফরসা মেয়ে চায় । কিন্তু কথা বলার সময় বলে - কৃষ্ণকলি আমি তারেই বলি....

০৯ ই মে, ২০১৮ রাত ১০:৪৪

সাহাবুব আলম বলেছেন: সহমত ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য

৮| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কালা মাইয়া খারাপ। তার কথা তিতা, তার আদর ভালোবাসা তিতা। বয়সকালে বিয়া না হইলে সে কুলটা আর ফসসা মাইয়া স্বপ্নকন্যা। তার গালিও মিঠা। লাত্থি-উষ্টাও বুকে কাঁপন ধরানোর মতন। তারে পাওয়ার আশায় সব খোয়াইতেও রাজি আছে স্বপ্নবাজ যুবক। কিন্তু এইসব কে কারে বোঝাবে? মূল শিক্ষাটা আসে পরিবার থেকে। মানসিকতাটাও তৈরি হয় পরিবার থেকে। আমাদের নিয়ে যেমনটা আপনি ভাবছেন, তার পেছনে আছে আমাদের বাবা-মায়ের মানসিকতা। এই যে বাঙ্গাল, তার জীবনটা গেল অন্যকে অনুকরণ করে, জীবনে সাহসী কাজ করতে পারে না কে কী ভাববে বা দশজনে কী বলবে এই ভেবে। মসজিদে ১০হাজার টাকা চাঁদা দেবে অন্যরা দেখবে বলে। জানবে বলে। সমস্বরে মারহাবা শুনবে বলে। পাশের বাড়ির অভাবী লোকটির দিকে ফিরেও তাকাবে না টাকা খরচ হবে বলে।
আমাদের মানসিকতা বদল জরুরি। তা না হলে এইসব বর্ণবাদ, আলগা ফুটানি কখনো দূর হবে না।

০৯ ই মে, ২০১৮ রাত ১০:৪৫

সাহাবুব আলম বলেছেন: সহমত ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.