![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানলাম তিনি দোষী ব্যাক্তি। কিন্তু তার পরিবারের মানুষ দের কে শুনিয়ে তাকে হত্যা করা, খোদা আমি মানুষ হিসেবে মেনে নিতে কস্ট হচ্ছে। কারন আমি শুনেছি, রিভালবার এর শব্দ, আমি শুনেছি দ্রুত গতির ছোড়া বুলেট এর শব্দ, আমি এই ও শুনেছি তার শরিরে বুলেট লাগার মৃত্যু যন্ত্রনা। শুনেছি তার পরিবারের হাউ মাউ কান্না। এই বুলেট শুধু তার বুকে লাগেনি, বুলেট লেগেছে ফোনের অপর প্রান্তে তার পরিবারের প্রত্যেকটা মানুষ এর বুকে। যে যন্ত্রনা সীমাহীন।।।। তার শাস্তি হতে পারত মৃত্যু দন্ড দিয়ে এই দেশের আইন অনুযায়ী কিন্তু তার পরিবারের সামনে এভাবে নয়।।।
ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে নিরস্ত্র একরামুল হককে। ফোনের অন্যপাশ থেকে গুলির শব্দ শুনতে হয়েছে স্ত্রী আর সন্তানদের। আমাদের বাংলাদেশ কি এইভাবে নৃশংস হত্যার জনপদ হয়ে যাবে?
এরপরে কাকে ধরে নিয়ে গুলি করে মেরে ফেলা হবে? আপনাকে নয়তো আমাকে। তারপরও চুপ করে থাকবো? আমাদের শরীরে কি মানুষের রক্ত নাই?
এইভাবে প্রতিদিন একটু একটু করে মরার কোনো অর্থ হয়না। কিছু করতে না পারলে আমাদের সবার উচিৎ একসাথে মরে যাওয়া।
রাস্তায় নামুন, চিৎকার করে বলুন
মানুষ হত্যা বন্ধ করতে হবে।
সবাইকে বিচারের অধিকার দিতে হবে।
বিনাবিচারে আর একটা প্রাণও ঝরবে না এই বাংলাদেশে।
https://www.facebook.com/dailystarnews/posts/1393499877416544
https://www.facebook.com/dailystarnews/posts/1393499877416544
২| ০২ রা জুন, ২০১৮ রাত ১:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: খবরটা শুনে আমার তো চান্দিগরম অবস্থা!
ভেবেছিলাম কালকে স্টাডি করে পোস্ট দেব!!!
কিন্তু লিখে আর কি হবে? এই অকর্মা পুলিশদের গালি দিতে, আর কোপাইতে ইচ্ছে করছে!!!
@"বিনাবিচারে আর একটা প্রাণও ঝরবে না এই বাংলাদেশে।"
-- ঠিক!!!!
সরকারের আসকারায় এরা বড় বেশী বাড় বেড়েছে। খুব বেশীদিন গা বাঁচিয়ে চলা মনে হয় যাবে না! আরেকটা জাগরণের দরকার!!
০২ রা জুন, ২০১৮ রাত ১:৩৬
সাহাবুব আলম বলেছেন: সহমত ।
৩| ০২ রা জুন, ২০১৮ রাত ১:৫০
নাবিল মাহমুদ বলেছেন: ভাই ঘটনাটি শুনে নিজেকে প্রশ্ন করছি কোন দেশে বাস করছি ??
ভাবছি হয়ত এভাবে আমাকে আপনেকে মরতে হবে একদিন.....
কিছু করার নাই উন্নয়নের জোয়ারে ভাসছে নৌকা...
০২ রা জুন, ২০১৮ রাত ১:৫৭
সাহাবুব আলম বলেছেন: জ্বি ভাই উন্নয়ন হত্যার
৪| ০২ রা জুন, ২০১৮ রাত ২:১৭
উদাস মাঝি বলেছেন: উপর থেকে অর্ডার না আসলে পুলিশের এত সাহস হতনা ।
০২ রা জুন, ২০১৮ রাত ২:২২
সাহাবুব আলম বলেছেন: হয়তো ।
৫| ০২ রা জুন, ২০১৮ সকাল ৭:২৮
হাসান কালবৈশাখী বলেছেন:
চান্দি গরম
কোন দেশে বাস করছি-
উন্নয়নের জোয়ারে ভাসছে নৌকা!
ক্রসফায়ার চলছে দুই যুগের উপর।
এতদিন হুশ ছিলনা?
বাকি হিরোইঞ্চিগো কি মা বাপ ছিলনা?
নাকি তাদের কি বৌবাচ্চা ছিলনা?
এখন চান্দি গরম?
৬| ০২ রা জুন, ২০১৮ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: যে অডিও আমি শুনিইনি
সেই ওডিও প্রশ্নবিদ্ধ আজ
শেষ পর্যন্ত জিতে যায় রাজনীতি।
৭| ০২ রা জুন, ২০১৮ সকাল ৯:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: চেতনার নামে স্বৈরাচার, গণতন্ত্রকে হত্যা, আইন ও বিচার ব্যবস্থার তছনছ করেও
তারা কারো কারো প্রিয়! তাদের কি মানুষ বলা যায়?
৭২-৭৫ এমনই আতংক আর দু:সময় কি পার করেছিল স্ব-দেশ?
রক্ষী বাহিনীর নির্যাতনকে কি পেছনে ফেলে দিচ্ছে চলমান আইনের অপপ্রয়োগ!
বিনা বিচারে অনির্বাচিত সংসদ লয়ে দম্ভ -পুরানো দম্ভ প্রথম রাজনৈতিক হত্যাকে ক্রশ ফায়ার বলে
করা সেই দম্ভ কোথায় সিরাজ শিকদার?
হত্যার অপ রাজনীতির শূরু আওয়ামীলিগের হাত ধরেই। কারণ তখনতো বিএনপির জন্মই হয়নি!
ইয়াবা বদি নিরাপদে দেশ ছাড়ে, সন্ত্রাসী জোসেফ কখন মুক্তি পায় জানেনা স্বরাষ্ট্রম্ত্রী!
পূর্ন ব্যার্থ এবটা রাষ্ট্রে চলছে স্বৈরচারিতার মহোৎসব! আমি যারে ধরি তারে ছড়ািনা দম্ভৌক্তিতে!!!!
স্বাধীণতার চেতনার দোহাই দিয়ে স্বাধীনতা হরণ!
ইয়াহিয়া ভুট্টোর স্বৈরাচারিতা ক্রদ্ধ করেছীল এসেছিল ৭১
স্বাধীন স্ব-দেশে -স্বৈরাচারিতায় স্তব্ধ, আমজনতা! নো ওয়ে অব রিটার্নে রাজনীতি!
মর অথবা বিপ্লবী হও। মুক্তি, অধিকার আর স্বাধীনতার প্রয়োজনে।
৮| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৫:৫৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: নিশ্চিত না হয়ে নিরপরাধীদের হত্যা করেও আইনশৃঙ্খলা বাহিনীর বড়গলার কথা শুনতে হয় আমাদের। চোর, বাটপারদের হাতে ক্ষমতা থাকলে এমন হওয়াটাই স্বাভাবিক।
চেতনা জাগ্রত হোক...
৯| ০২ রা জুন, ২০১৮ রাত ৮:৪৯
ঢাবিয়ান বলেছেন: একরাম আওয়ামিলীগের লোক। তাই এত হাহাকার হচ্ছে। কিন্তু দরিদ্র চনোপুটিদের ক্রুস্ফায়ারের বেলায় সবাই নিশ্চুপ। তাদের পরিবারের হাহাকার আমাদের কানে এসে পৌছায় না, কারন আমরা এলিট শ্রেনী। কেবল এলিট শ্রেনীর দুঃখেই আমার পরান কাঁদে।
১০| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: অডিওটি শূনে প্রচন্ড কষ্ট পেয়েছি।
১১| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:৪১
সনেট কবি বলেছেন: সহমত ।
১২| ০৩ রা জুন, ২০১৮ রাত ১:৫৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রচন্ড কষ্ট পেয়েছি।
মানুষ হত্যা বন্ধ করতে হবে। সবাইকে বিচারের অধিকার দিতে হবে।
বিনাবিচারে আর একটা প্রাণও ঝরবে না এই বাংলাদেশে।
সহমত ................................................................!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
১৩| ০৩ রা জুন, ২০১৮ রাত ২:১২
সোহানী বলেছেন: ওওওও এক অডিও শুনে এরকম মনে হচ্ছে...। কত এরকম প্রান অডিও এর বাইরে প্রতিদিন ঝরে পড়ছে জানেন কি? এখানেতো শুধু গুলির শব্দই শুনেছেন আর কারো কারো তো দেখি নখ উপরে ফেলা হয়, পেট ফুটো করে পাথর ভরে দেয়া হয়। এগুলো দেখে দেখে পাথর হয়ে গেছি, কোন অনুভূতিই নেই এখন।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৮ রাত ১২:৫৭
সাহাবুব আলম বলেছেন: audio