![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় মন্ত্রীমহোদয়,
আইনে একটা টার্ম আছে, "Blackstone's formulation"
এই স্বয়ংসিদ্ধ টার্ম কি বলে জানেন?
"It is better that ten guilty persons escape than that one innocent suffer"
ভাবানুবাদ করলে কি দাঁড়ায় জানেন?
আপনার বিচারিক ভুলের কারণে ১০ জন অপরাধী যদি ছাড়া পেয়ে যায় তাহলে সেটা মেনে নেয়া যেতে পারে-
কিন্তু আপনার ভুলের কারণে একজন নিরপরাধ মানুষও যদি সাজা পায়- তাহলে তা অমার্জনীয় অপরাধ-
আর সেটা আপনার শাসনব্যবস্থা এবং বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে।
সেই ১৭৬০ সাল থেকে উইলিয়াম ব্ল্যাকস্টোনের এই থিওরি তামাম দুনিয়া অনুসরণ করে আসছে-
আপনি আজ যদি হঠাত করে বলেন- এমন অভিযানে দু একজন নিরপরাধ মানুষ মারা যেতে পারে-
তাহলে সেটা আইনবিরোধী কথা হয়ে গেল!
আসুন আইনের পথে চলি...
০২ রা জুন, ২০১৮ রাত ৯:২১
সাহাবুব আলম বলেছেন: আইন তো কবরে পচে শেষ । এখন নতুন করে ভাবতে হবে
২| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:৪০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দেশের মন্ত্রীর বরাবরই মাথামোটা!
একজনকে নির্দোষ ভাবতে তথ্যের দরকার পড়ে না!
তথ্য লাগে কাউকে দোষী প্রমাণ করতে!!
৩| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৩৫
রাজীব নুর বলেছেন: সে ভয় পাইছে অক্কায়
তাই তো গেছে মক্কায়।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৮ রাত ৮:৫২
ঢাবিয়ান বলেছেন: আইন , কানুনের দাফন বহু আগেই হয়ে গেছে।