নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার আর আমার দূরত্ব রাস্তার এপার ওপার।তুমি দাড়িয়ে আছো আমার আশায়আমি অপেক্ষায় আছি যাবো কখন!

মেঘ প্রিয় বালক

একটা কৃষ্ণচূড়া গাছ। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।

মেঘ প্রিয় বালক › বিস্তারিত পোস্টঃ

তোমাকে নীল শাড়ীতে|

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:০১


দৃশ্যপট'-(০৭)
বাহিরে অঝোর ধারায় বৃষ্টিতে ভাবনায় তুমি।
_________________________________________
তুমি নীল শাড়ী পড়ে বৃষ্টিতে
ভিজবে, আমি দুষ্টু চোখে তোমায়
দেখবো... ইচ্ছে হলে কাছে এসে
ছুঁয়ে দিবো তোমায়, কখনোবা
জড়িয়ে ধরবো খুব অনুভবে ।। তুমি কি
লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকোবে ?
নাকি ভালোবাসার পরম আবেগে
আমার চোখে ডুব দিবে ? আমার
পাগলামীগুলোতে কি তুমি রাগ করবে,
নাকি ভালোবেসে আমার চুল
এলোমেলো করে দিয়ে বলবে পাগল
একটা ? আমার সব দুষ্টু চাওয়াগুলোতে
কি তুমি রাগ করবে, নাকি বলবে যাহ
দুষ্টু আমার লজ্জা লাগছে ? মেয়ে,
বলোনা তুমি কি আমার কল্পনা
রাজ্যের স্বপ্নপরী হবে ? যার চোখের
সীমা থেকে অসীমে আমি হারিয়ে
যাবো... যার ভালোবাসায় দিবা-
রাত্রি শুধু বিভোর থাকবো ।
---------------------------------

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৯

আরোগ্য বলেছেন: বাহবা, বেশ আবেগঘন লেখা। তা একদিনে এতো লেখা দিলে কিভাবে শেষ করবো?
শুভ কামনা আপনার জন্য।

২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ ভাই,দোয়া করবেন, আরো অনেক লেখাই জমে আছে এখানে দেয়ালিকা করার!
আপনার জন্যও রইলো শুভ কামনা!

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর লেখা... :)
ছুঁয়ে হবে... বানানটা ঠিক করুন

১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:১২

মেঘ প্রিয় বালক বলেছেন: বানানটা ঠিক করে নিয়েছি। হাজার ফুলের তরতাজা ঘ্রানের শুভেচ্ছা জানিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.