নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার আর আমার দূরত্ব রাস্তার এপার ওপার।তুমি দাড়িয়ে আছো আমার আশায়আমি অপেক্ষায় আছি যাবো কখন!

মেঘ প্রিয় বালক

একটা কৃষ্ণচূড়া গাছ। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।

মেঘ প্রিয় বালক › বিস্তারিত পোস্টঃ

Dear Delonix Regia

১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩০


চিরকুট:-০২
তারিখ:৩০ চৈএ ১৪২৫ বাংলা
ওহে প্রিয় Delonix Regia
হাজার হাজার মাইল কিলোমিটার দূর থেকে আমার বাগানে সদ্য ফোটা এক জোড়া টগবগে লাল গোলাপের স্পর্শঘ্রানের শুভেচ্ছা পএারম্ভকালে।
কেমন আছ তুমি? আশা করি ভালো আছ।
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি,
তোমাকে যখন মনে পড়ে তখন আমি কল্পনা করি,আমি একটি ঘুটঘুটে অন্ধকার ঘরে আবদ্ব,সে ঘরটায় তোমার হাতে একটি মোমের বাতি জ্বালানোর অপেক্ষা।
তুমি এসে মোমবাতি জ্বেলে আমার অন্ধকার ঘরটার চারপাশ আলোকিত করবে।
দুভার্গ্যবশত তোমার আগমন আর সে ঘরে হয়না বলে আমি ঐ কল্পনাতেই আটক হয়ে থাকি।
তুমি বলেছিলে,যারে ভালো লাগে তার মুখের ভোকাও ভালো লাগে,আর তুমি আমাকে পছন্দ কর।
সত্যিই তোমাকে আমার ভাল লাগে।
প্রতিবারয়ি তোমার পাঠানো ছবিটা সামনে রেখেই আমি লিখতে বসি,আর তোমাকে মনের চোখ দিয়ে কাছে পাওয়ার আকুতি জানান দেই।
তোমার ঐ চেহারা যেন ঝর্ণার পানির ন্যায় স্বচ্ছ,
হৃদয়ের গহীনে এখন শুধু তোমারি বসবাস,তোমারি আনাগোনা,তোমারি হাতের ছাপ।
ওগো আমার ছায়ামানবী,তোমার ভালবাসার ঢেউয়ে আমার হৃদয়ের নৌকা মাঝ সমুদ্রে দুমুড়ে মুচড়ে যাচ্ছে।
সাগরের ঢেউ তীরের আশায়, আর আমি তোমাকে জয় করার আশায় মাঝ সমুদ্রের একটি নড়বড়ে নৌকার নাবিক।
আমার চিরকুটে কি তুমি আমার খুসবু পাও না?
নাকি আমাকে অনুভব করতে পারোনা?
বালুচাপা কষ্ট নিয়ে প্রতিবারয়ি তোমার ঠিকানায় চিরকুট প্রেরণ করি,চিরকুটের কোন জবাব আসেনা।
আজ এখানেই ইতি টানবো,আমার বলা কথাটি মনে রেখ।
বাহিরে যাওয়ার সময় আদর করে সাঁজিয়ে দেব,চোখে কাজল লাগিয়ে দেব,তোমার লম্বা চুলের ভাঁজে ভাঁজে আতরের ধুপের ঘ্রান লাগিয়ে দেব,নজরের দোয়া পড়ে দিব।যেটা হয়ত অন্য কেউ তোমার জন্য করবেনা।
হারিয়ে যেওনা,হারাতে দিওনা।
ইতি:-
তোমার অদ্ভত প্রেমিক।
ছবি:-কক্সবাজার, আমার মোবাইল দিয়ে তোলা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:০৮

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল ভালো লিখা।

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:২৫

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান ভাই।

২| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: আবেগটুকু লিখে রেখে ভালো করেছেন।

১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৫৯

মেঘ প্রিয় বালক বলেছেন: জানিনা সেদিন কবে?যেদিন আমার চিঠির জবাব আসবে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.