নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার আর আমার দূরত্ব রাস্তার এপার ওপার।তুমি দাড়িয়ে আছো আমার আশায়আমি অপেক্ষায় আছি যাবো কখন!

মেঘ প্রিয় বালক

একটা কৃষ্ণচূড়া গাছ। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।

মেঘ প্রিয় বালক › বিস্তারিত পোস্টঃ

চিঠি কাব্য

২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০৪


তারিখ:১২ আষাঢ় ১৪২৬ বাংলা

খুব শখ জাগে
একটি চিরকুট লিখবো
লন্ঠনের মিষ্টি লাল আলোয়।

চিরকুটের আলাপন হবে দীর্ঘ,
প্রতিটি শব্দ হবে রহস্যাবৃত -
প্রাপক খুজে নিবে শব্দার্থ।

খুব যত্ন করে লিখবো সেই চিরকুট,
পরম যত্নে কুড়িয়ে নেয়া কিছু কথা,
চিরকুট পাঠে হবে তোমার মন ব্যাথা।

কয়েদ হবে তুমি চিরকুটে,
থেমে যাবে কোলাহল,থেমে যাবে বৃষ্টি!
কারাবদ্ধ শহরে পাবে না আর মুক্তি।

সেই চিঠিতে কিছু গোপন ব্যাথা থাকবে,
রক্ত শিরা-উপশিরা ভেদে হৃদপিন্ডের গভীরে,
আরো গহীন থেকে কিছু কথা থাকবে।


যে চিরকুটে অস্পৃশ্য অবিনশ্বর রুহ কথা বলবে,
সেই রুহের কিছু আর্তনাদধ্বনি থাকবে।
যন্ত্রণায় ঝিমিয়ে পরা একটি অাধমরা কায়া,
চিরকুটে মুখ থুবড়ে বলবে স্বীয় কথা।

মুখোশের আড়াল থেকে বের হবে তুমি,
বিষাদময় বর্ণিল রাতে,
শান্তিচুক্তিতে স্বাক্ষর করবোনা আমি,
তোমার কলিজায় দাগ ফেলতে।

ছবি: ইন্টারনেট থেকে।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

লাল মাহমুদ বলেছেন: কবিতায় ভালোলাগা জানবেন। মন বিশেষ ভালো নেই। বার বার শুধু রিফাতের বিভৎস ছবি ভেসে উঠছে চোখের সামনে।

২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

মেঘ প্রিয় বালক বলেছেন: লাল মাহমুদ কবিতায় ভালোলাগা জানিলাম। রিফাতের বিভৎস ছবি আমাকেও কাঁদায়। আমিও শোকাহত,আসামীদের জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে মারা দরকার।

২| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

রাজীব নুর বলেছেন: এক সময় আমি অনেক চিঠি লিখতাম।
অনেক মানূষের চিঠিও আমি লিখে দিয়েছি।

২৭ শে জুন, ২০১৯ রাত ৮:২৯

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ,অ্যাটম খান,চাপার জোর বাড়ান।

৩| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

ইব্‌রাহীম আই কে বলেছেন: একটাই চিরকুট লিখেছিলাম, ওটাই ছিলো যান্ত্রিকতার জীবনে চিরকুট লেখার প্রথম অভিজ্ঞতা সাথে তোমাকে দেওয়ার ও!

আচ্ছা, সময়গুলো ফিরে আসেনা কেন? :||

২৭ শে জুন, ২০১৯ রাত ৮:২৩

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ ইবরাহীম আই কে,মন্তব্যের সাথে একটি প্রশ্ন রেখে গেছেন,সময় ফিরে আসেনা কেন? সময় কারো জন্য অপেক্ষা করেনা,তাই সময় ফিরেও আসেনা। পিছনের সময় শুধু অতীত স্মৃতি হয়ে তাড়া করে আমাদের। এত কঠিন প্রশ্ন আমায় না করলেও পারতেন। শুভেচ্ছা ও অভিনন্দন জানিবেন আমার ব্লগে।

২৭ শে জুন, ২০১৯ রাত ৮:২৫

মেঘ প্রিয় বালক বলেছেন: আপনার প্রথম চিরকুট লিখার অভিজ্ঞতা ব্লগে লিখুন। আমরাও জানতে চাই।

৪| ২৭ শে জুন, ২০১৯ রাত ৮:১৬

বলেছেন: ছন্দবদ্ধ কবিতায় মুগ্ধতা।।।


বের হবে।।।
সখ নয় - শখ করে হবে

২৭ শে জুন, ২০১৯ রাত ৮:৩৪

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ প্রিয় ল,ভুল সংশোধন করে নিয়েছি। আশা রাখছি সবসময় এভাবেই সাহায্য করবেন। ভের ভুল থেকে বের করে আনার দরখাস্ত রাখছি। বারবার এই (ভের) শব্দের ভুল থেকে বের হয়ে আসতে পারছিনা। ভালবাসা ও গোলাপ কলির শুভেচ্ছা জানিবেন।

৫| ২৮ শে জুন, ২০১৯ রাত ১২:২২

হুদাই পাগলামি বলেছেন: লণ্ঠনের মিষ্টি আলো।
বাহ্ কবি খুব ভালো লিখেছেন।



পাগলার পক্ষ থেকে আপনার কবিতায় +++++++++

২৮ শে জুন, ২০১৯ রাত ৩:৫৭

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ ভাই আমার (নাম জানা নেই) আপনি আমার ব্লগে নবপাঠক। ভালবাসা জানিবেন।

৬| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০২

মিথী_মারজান বলেছেন: বাহ্!
দারুণ সব মিষ্টি ভাবনার মধুর চিঠি কাব্য।
চিঠিকাব্যে ভালোলাগা রইল।:)

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৩১

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ প্রিয় মিথী মারজান,সুন্দর মন্তব্য পড়ে মন আলোয় আলোয় আলোকিত। সুন্দর মন্তব্য হৃদয়ে আনন্দ জোগায়। শুভেচ্ছা ও ভালবাসা অবিরাম আপনার তরে।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.