নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসী একজনা

সাহারা মরু'র পাড়ে

প্রবাসী ব্লগার

সাহারা মরু'র পাড়ে › বিস্তারিত পোস্টঃ

ঢাকার শ'খানেক বছর পুরোনো কিছু ছবি - ০১

২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:০৪

কৃতজ্ঞতা বৃটিশ মিউজিয়াম।





রমনা গেট – 1901 (বর্তমানে এখানে দোয়েল চত্ত্বর অবস্থিত)



চক বাজার মোড় – 1904 (এর পাশেই বর্তমানে শেখ বোরহানুদ্দিন কলেজ…এই রাস্তাটিকে আমরা নাজিমুদ্দিন রোড হিসেবেই চিনি)



ঢাকা কলেজ - ১৯০৪ সাল



ঢাকেশ্বরী মন্দির ১৯০৪ সালে



লালবাগের কেল্লা - ১৮৭২ সালে



মিটফোর্ড হাসপাতাল - ১৯০৪ সালে



নর্থব্রুক হল - ১৯০৪ (বর্তমানে এ স্থানটিকে আমরা নর্থব্রুক হল রোড নামে চিনি)





অনেক ছবি...



বাকিগুলো আরেকদিন।

মন্তব্য ২৫ টি রেটিং +৩১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:০৬

সাহারা মরু'র পাড়ে বলেছেন: ব্লগে আগেই কেউ দিয়ে থাকলে অগ্রিম দুখঃ প্রকাশ করছি।

২| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:০৭

জিনাত বলেছেন: স্হানগুলোর নাম লিখে দিন

২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:২০

সাহারা মরু'র পাড়ে বলেছেন: দিয়েছি, ধন্যবাদ আইডিয়ার জন্য।

৩| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:২৫

জিনাত বলেছেন: পরিচিত স্হানগুলোর একশত বছর আগের রুপ দেখে বিস্মিত হচ্ছি

৪| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:২৫

বিষাক্ত মানুষ বলেছেন: দারুন !!!

৫| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:২৮

আমার আমি বলেছেন: ভালো লাগলো।
আইডিয়াটা মন্দ নয়। স্মৃতি অম্লান।

৬| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩১

ডা: ইকবাল হোসেন বলেছেন: ১০০ বছর আগের ঢাকা আর আজকের ঢাকা। ভাবতে অবাক লাগে। তখন গুলিস্থান থেকে গুলসান যেতে ২-৩ টা জঙ্গল পার হতে হতো, ছিল বাঘের ভয়।
ছবিগুলো দেওয়ার জন্য ধন্যবাদ।

৭| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৪২

লিপিকার বলেছেন: অসাধারণ...........আরও ছবি শেয়ার করেন......

৮| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৯

এস.আর.এফ খাঁন বলেছেন: যাই হোক ভালো লাগলো, আশা করি অচিরে আরো ছবি দেখতে পাবো।


এবং অথবা আমি................,

৯| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৯

ফজলুল বলেছেন: ভালো লাগলো।

১০| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:২৫

প্রবাস কন্ঠ বলেছেন: fine collection +

প্রিয়তে রাখলাম

১১| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:২৬

অদ্ভুত আঁধার এক বলেছেন: অসাধারন কাজ।
ধন্যনাদ।

১২| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৮

নির্জন রহমান বলেছেন: অনেক ভাল লাগলো ছবিগুলো দেখে , ছবি গুলো যে ঢাকার তা বর্তমান ঢাকার দিকে তাকালে বিশ্বাস ই হয়না ।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

১৩| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৩

সুখী মানুষ বলেছেন: অপেক্ষায় রইলাম...

১৪| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৩

স্বপ্নকর বলেছেন: শ'খানেক বছর পুরোনো ঢাকাই তো বেশী আধুনিক মনে হইতেছে

১৫| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩১

এম্নিতেই বলেছেন: আরো করেন প্লিজ... প্রিয়তে রাখলাম।

১৬| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৫

আনিক বলেছেন: খুব ভাল লাগলো...........

১৭| ৩০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:১৯

সাহারা মরু'র পাড়ে বলেছেন: ধন্যবাদ সবাইকে।

১৮| ৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১২

রাজর্ষী বলেছেন: চমৎকার

১৯| ৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২১

আজনবী বলেছেন: অসাধারন কাজ করেছেন। আরো ছবি দিন। অশংখ্য ধন্যবাদ।

২০| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৫

ভালো-মানুষ বলেছেন: প্রবীন প্রকৌশলী এরশাদ আহমেদের ব্লগে এরকম আরো ছবি আছে dhakadailyphoto.blogspot.com

১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৬

সাহারা মরু'র পাড়ে বলেছেন: লোক্টা ভালো। প্রচুর পরিশ্রম করে।

২১| ০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ২:১০

আসিফ মুভি পাগলা বলেছেন: এইরকম আরও পোস্টের আশায় থাকলাম । ধন্যবাদ ।

২২| ১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২৩

ইকরি বলেছেন: ভাই,সিরিয়াসলি জটিল একটা কালেকশন...ধইন্যা। :)

২৩| ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:১৩

মাহমুদুল ইসলাম শুভ বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.