নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিতালী

ড্রাগন ফ্লাই

ড্রাগন ফ্লাই › বিস্তারিত পোস্টঃ

গিলোটিনের ইতিহাস

২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৯

কোন মানুষ দোষী সাব্যস্ত হলে তার মুণ্ডচ্ছেদ করাই ছিল এই গিলোটিনের কাজ। ডা. জোশেফ ইগনেস গিলোটিন, ১৭৩৮-এ দেশের সেইন্টস-এ জন্ম, ১৭৮৯ সালে তিনিই প্রথম এই মারণ যন্ত্রের প্রবর্তন করেন। বিপ্লব চলাকালীন মৃত্যুদণ্ডে দণ্ডিত দোষীকে শাস্তি দেওয়ার জন্য তিনি এই অভিনব যন্ত্রটির সুপারিশ করেন। প্রায় দু'শ তেইশ বছর আগে অর্থাৎ সতেরোশ' ঊননব্বই-এর ১৪ জুলাই বাস্তিল দুর্গে বন্দুকের আওয়াজের মধ্যে ফরাসি বিপ্লবের নতুন অধ্যায়ের সূচনা। তার দু'বছর পর ১৭৯১-তে সে দেশের রাজা ষোড়শ লুই ছদ্মবেশে ভার্নেতে পালাতে গিয়ে ধরা পড়েন জুন মাসের ২০-২১ তারিখে। তার ঠিক এক বছর সাত মাসের মাথায় ১৭৯৩ সালের ২১ জানুয়ারি রাজাকেই ধরে গিলোটিনে চালান করে দেওয়া হয়।মাটিতে গড়িয়ে পড়ে রাজার মুণ্ড। এভাবে কত যে মানুষের মুণ্ডচ্ছেদ হয়েছে তার শেষ নেই। এজন্যই ফরাসি বিপ্লবের কাহিনী থেকে গিলোটিনকে কিছুতেই আলাদা করা যায় না।

আমাদের দেশে পূজা-পার্বণে একেবারে বাংলা পদ্ধতিতে হাড়িকাঠে মোষ বা পাঁঠাবলি দেওয়ার যে প্রচলন ছিল, একে তারই এক উন্নত সংস্করণ বলা যেতে পারে। মোষ বা পাঁঠাবলি দেন পুরোহিত মন্ত্রপূত খাঁড়া দিয়ে। গিলোটিনে সে অর্থে পুরোহিত লাগে না, মন্ত্রপূত খাঁড়াও লাগে না। একটা কাঠের সুদৃশ্য বেঞ্চের ওপর উপুড় করে শুইয়ে গলাটা গোল করে কাটা হাড়িকাঠের মধ্যে আটকে, মাথার ওপর উঁচু থেকে একটা ভারি তির্যক ধারালো ছুরির পাত ছেড়ে দেওয়া হত। দু'ধারের দুই লম্বা কাঠের নালীপথ বেয়ে নেমে আসত মৃত্যুর ধারালো ছুরি।

ডা. জোশেফ ইগনেস একজন সুচিকিৎসক ছিলেন এবং ১৭৮৯-তেই ভার্সাইতে ১৭ জুন 'এতা জেলেরা' অর্থাৎ 'জাতীয় মন্ত্রিসভা'য় নির্বাচিত সদস্য হন। শোনা যায়, দোষীদের যতটা সম্ভব যন্ত্রণাহীন মৃতু্য দেওয়ার জন্যই তিনি এই শিরশ্চেদনের অভিনব যন্ত্রটির কথা ভাবেন। এ জন্য তিনি বিস্ত্রে (BICETRE) হাসপাতালে দিনের পর দিন একাধিক শবদেহের উপর এই যন্ত্রের কার্যকরিতা পরীক্ষা করেন ও সন্দেহের নিরসন হলে তাঁর দেশে তিনি এই যন্ত্রে দোষীদের মুণ্ডচ্ছেদের আইনটিও পাশ করিয়ে নেন।

এর পরেই ১৭৯২ সালের ২৫ এপ্রিল ডি গ্রিভ শহরের উন্মুক্ত প্রান্তরে এটিকে স্থাপন করা হয় এবং সর্বপ্রথম একজন 'হাইওয়ে ম্যান'-এর মুণ্ডচ্ছেদ করা হয়। এরপর ওই বছরই পেরিসের ডি লা কনকর্ডে প্রায় ৪০০০ মানুষের শিরশ্চেদ হয় একইভাবে। উল্লেখযোগ্যতার মধ্যে ১৭৯৩-র জানুয়ারিতে রাজা ষোড়শ লুইয়ের পর ১৬ অক্টোবর রানি মারি আঁতোয়ানেং, ৩১ অক্টোবর 'জিরদঁ্যা'দের '৮ নভেম্বর মাদাম রোঁলা, ১৭৯৪-ত ৩০ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে জর্জ দাঁত ও তাঁর অনুগামীদের গিলোটিনে হত্যা করা হয়। চাকা কীভাবে ঘোরে! দাঁতে ও তার পন্থীদের গিলোটিনে পাঠাবার মূল হোতা যে বিপ্লবী নায়ক ব্যারিস্টার মেক্সিমলিয়ান মারি ইশিদর দ্য রোবসপিয়েরকেও সেই নিমর্ম গিলোটিনে মাথা দিতে হয়। এই রকম আরও উদাহরণ পাওয়া যায়।

ফরাসি দেশ ছাড়াও স্কটল্যান্ড, ইংল্যান্ড, ইউরোপের অন্য দেশেও সমগোত্রিয় যন্ত্রে ছিল উচ্চবংশীয় অপরাধীদের মাথা কাটার রেওয়াজ। এ দেশে এই যন্ত্রের কিছু আদূরে নাম ছিল। লুইসেট্টি, লু্যসন ইত্যাদি। উইতো বা বিধবা তো ছিলই। পরে অবশ্য পাকাপাকি ভাবে প্রবক্তা ডাঃ গিলোটিনের নাম অনুসারে 'গিলোটিনই হয়ে দাঁড়ায়। শব্দটির অবশ্য অন্য অর্থ আছে। ইংল্যান্ডের পার্লামেন্টে বিতর্কের সমাপ্তিকেও গিলোটিন বলা হয়।

ফ্রান্সে গিলোটিনে শেষ মৃতু্যটি হয় ১৯৭৭ সালে। ১৯৬০ থেকে ১৯৭০-এর মধ্যেই গিলোটিনে মুতৃ্যর হার কমে আসে। ১৯৮১ সালে ফ্রান্সে মৃতু্যদণ্ড নিষিদ্ধ হয় ও সেই সঙ্গে মুণ্ডচ্ছেদও বন্ধ হয়ে যায়। ডা. গিলোটিনও খুব অল্পের জন্য গিলোটিনে মৃত্যু থেকে বেঁচে যান।

মন্তব্য ২০ টি রেটিং +৯/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩৭

রিফাত হোসেন বলেছেন: ++ তবে এই নিয়ে সামু আরও কয়েকটা পোষ্ট পড়েছিলাম, কপ পেষ্ট কি না বুঝতেছিনা , তবে +

২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২৭

ড্রাগন ফ্লাই বলেছেন: তথ্য সবই নেটের বিভিন্ন সাইট থেকে নেওয়া....তবে সামু থেকে নয়... ধন্যবাদ

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪০

শার্লক হোমস্‌ বলেছেন: great post..pore onek kisu janlam..

২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২৩

ড্রাগন ফ্লাই বলেছেন: great ধন্যবাদ

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১১

আমি তানভীর বলেছেন: প্লাস

২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২২

ড্রাগন ফ্লাই বলেছেন: ধন্যবাদ

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৭

ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে। ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২২

ড্রাগন ফ্লাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩৯

আকিক পাথর বলেছেন:
ভালো লাগলো কিন্তু গিলোটিনের কী জন্য মৃত্যু হয়েছিলো আর অল্পের জন্য কীভাবে বেচেঁ গিয়েছিলো তা জানতে মন চায়।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১২

ড্রাগন ফ্লাই বলেছেন: উকিপিডিয়ায় ড গিলোটিনের জীবনী পড়তে পারেন......http://en.wikipedia.org/wiki/Joseph-Ignace_Guillotin

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:২৯

কামরুল হাসান শািহ বলেছেন: ভাল লাগলো

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০৯

ড্রাগন ফ্লাই বলেছেন: ধন্যবাদ

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:৫৫

মুক্ত ধারা বলেছেন: দূর্নীতিবাজদের জন্যে বাধ্যতামূলক করা দরকার.....

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১৩

ড্রাগন ফ্লাই বলেছেন: মন্দ বলেন নি....

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৪

দুরন্ত জেসি বলেছেন: +++

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০৮

ড্রাগন ফ্লাই বলেছেন: ধন্যবাদ

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: গুড পোস্ট

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০৮

ড্রাগন ফ্লাই বলেছেন: ধন্যবাদ

১০| ২৯ শে মে, ২০১২ সকাল ৯:৫৩

তারিফ ০০৭ বলেছেন: দারুণ

০৪ ঠা জুন, ২০১২ রাত ৮:০৯

ড্রাগন ফ্লাই বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.