|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এন্ড্রয়েট ৪ (আইসক্রিম স্যান্ড উইজ) অথবা আইফুন ৪ কিনতে চাচ্ছি । বাংলাদেশের প্রেক্ষাপটে কোনটা ব্যবহারে সুবিধা বেশি পাব...???? 
শুনেছি আইফুনে নাকি বাংলাদেশের নেটওয়ার্কে সব প্রগ্রাম সাপোর্ট করে না। কথাটা কতটুকু সত্য....??
আমি মূলত ইন্টারনেট ব্যবহার, ব্লগ, পত্রিকা, স্কাইপি, ফেসবুক, টুইটার, ওয়ার্ডের কাজ..মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো ল্যাপটপের অনুপস্থিতিতে ঠেকা কাজ চালানো, ডিকশনারী, বাংলায় ব্লগ লেখা (মায়াবী সফটওয়ার ব্যবহার), নেভিগেশন ইত্যাদি সফটওয়ার ব্যবহার করতে চাই...
তাহলে কোনটা আমার জন্য ভাল হবে...এন্ড্রয়েট ৪ (আইসক্রিম স্যান্ড উইজ) অথবা আইফুন ৪ ..এর মধ্যে কোনটা ভাল হবে...????
কারো জানা থাকলে অভিজ্ঞতা শেয়ার করুন প্লিজ..
 ৩০ টি
    	৩০ টি    	 +০/-০
    	+০/-০  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৫৫
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৫৫
ড্রাগন ফ্লাই বলেছেন: কেন আইফোন নয়, বলতে পারেন???
২|  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:২৬
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:২৬
আদার ব্যাপারি বলেছেন: Nokia 1110. The most sold in world ever.
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৪৭
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৪৭
ড্রাগন ফ্লাই বলেছেন: খুব ভাল, আর কয়দিন পর জাদুঘরে পাওয়া যাবে, তখন বিলিয়ন ডলার দিয়ে কিনে নিব...!!!
৩|  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৩৪
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৩৪
নেংটি ইদুর বলেছেন: বাংলাদেশে স্মুথলি ব্যাবহারের জন্য এন্ড্রয়েড ভাল হবে। আইফোনের অনেক ঝামেলা তবে ভাব নেয়ার জন্য কিনতে পারেন। এন্ড্রয়েডে দামের তুলনার সার্ভিস অনেক ভাল পাবেন। আমি আপনাকে এন্ড্রয়েড সাজেস্ট করছি।
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৪৯
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৪৯
ড্রাগন ফ্লাই বলেছেন: কাজ করতে না পারলে ভাবের আমার কোন দরকার নাই..আইফোনে কী ধরনের ঝামেলা হয়?? আপনার কি এব্যাপারে কোন অভিজ্ঞতা আছে???
৪|  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪৩
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪৩
পুংটা বলেছেন: আইফোন সবার জন্য না   
 
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৫০
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৫০
ড্রাগন ফ্লাই বলেছেন: তবে কার জন্য?? আমি কোন আইফোন ব্যবহারকারীর মন্তব্য শুনতে চাচ্ছি.....
৫|  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪৯
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪৯
চঞ্চলমণ বলেছেন: ভাই ,আমি আইফোন ব্যবহার করি । আইফোন ইউজার ফ্রেন্ডলি নয়। তবে এখনও এন্ড্রয়েড ব্যবহার করি নাই।
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৫৩
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৫৩
ড্রাগন ফ্লাই বলেছেন: আমি এন্ড্রয়েট ব্যবহার করেছি, ভাল লেগেছে। বর্তমানে আমার এন্ড্রয়েট ফোনটি চুরি হয়ে যাওয়ায় ভাবছি আরেকটি এন্ড্রয়েট কিনব, নাকি আইফোন কিনবো?? আইফোনে কী ধরনের ঝামেলা হয় বলতে পারেন??
৬|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৪৭
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৪৭
স্বপ্নখুঁজি বলেছেন: android
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৫৪
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৫৪
ড্রাগন ফ্লাই বলেছেন: কেন আইফোন নয়, বলতে পারেন???
৭|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:০১
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:০১
ব্যানার বলেছেন: এন্ড্রয়েড ব্যবহার করি নাই। আইফোন একটা গিফট পাইছিলাম। ভালই। তবে গান টান ট্রান্সফার করার জন্য আপনার আই টিউন লাইব্রেরী ব্যবহার করতে হবে। এটা একটা সমস্যা। আর তাছাড়া অনেক গেমস বা অ্যাপস এন্ড্রয়েডে ফ্রি পাওয়া যায় যা আইওএস-এর ক্ষেত্রে ডেমো ব্যবহার করতে হয়, নতুবা কিনতে হয়। এই সব আরো অনেক ব্যাপার আছে। আমার মতে, দুইটাই ব্যবহার করেন, তারপর একটা চ্রম রিভিউ লিখেন।
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:৩১
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:৩১
ড্রাগন ফ্লাই বলেছেন: আইফোনে বাংলা লেখা যায়...???
দুইটা কেনার এতো টাকা কোথায় পাব, এমনিতেই আজ আমার এন্ড্রয়েট সেটটা পকেটমার নিয়ে নিয়েছে...যার দাম ২৮০০০ টাকা ছিল..। এখন আরেকটা কিনতে হবে..
৮|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:৪৩
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:৪৩
টিনটিন` বলেছেন: ধরা যাক, অনেক ধনী আছে যারা শুধুই ধনীদের সাথে মিশতে পারে কিন্তু গরীবদের সাথে পারেনা কিন্তু অনেক ধনী আছে যারা ধনী এবং গরীব উভয়ের সাথেই মিশতে পারে।
আইফোন হলো ঐ ১ম টাইপ ধনী আর এনড্রয়েড হলো ২য় টাইপ ধনী।
আইফোন কিনলে বেশীরভাগ এপস কিনে ব্যাবহার করতে হবে যতক্ষন না আপনি জেইলব্রেক করতে পারছেন। জেইলব্রেক করলেও অনেক লোকাল এপস পাবেনই না আইফোনে। কিন্তু এন্ড্রয়েডে কিছু এপস কিনতে হলেও বেশীরভাগই ফ্রি পাবেন। বংলাদেশের পেক্ষাপটে ইউজারফ্রেন্ডলি হলো এনড্রয়েড। উপরে আপনি যত কাজের কথা বলেছেন তার সবই আমি সচ্ছন্দে এনড্রয়েডে ব্যাবহার করছি।
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:৪৭
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:৪৭
ড্রাগন ফ্লাই বলেছেন: ভাল একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এজন্য ধন্যবাদ। আমি এতোদিন এন্ড্রয়েটই ব্যবহার করে আসছিলাম। কিন্তু আইফোন ব্যবহার করিনি তো তাই এ ব্যাপারে জানি না..
৯|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৮:৫৪
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৮:৫৪
পরিযায়ী বলেছেন: সামান্য কিছু টাকা খরচ করার সামর্থ্য থাকলে আইফোন ইজ দা বেস্ট। জিনিস এক খান !!
আর এন্ড্রয়েড - ফ্রী জিনিস সব সময় ভাল হয় না।
আপনি যে অ্যাপস গুলার কথা বললেন, ওগুলার মধ্যে একমাত্র মাইক্রোসফট অফিসটাই কিনতে হবে। আমার মনে হয় না এন্ড্রয়েড মাইক্রোসফট অফিস ফ্রী দিচ্ছে। কারন মাইক্রোসফট নিজেইতো অফিস ফ্রী দিচ্ছে না!! এন্ড্রয়েড পাইব কই??
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:০৭
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:০৭
ড্রাগন ফ্লাই বলেছেন: মাইক্রোসফট ভিউয়ার ফ্রি, আমি ব্যবহার করেছি। কিছু এন্ড্রয়েট সেটে ইডিট ও  ফ্রি।
টাকা ব্যাপার না, আইফোনে আমার প্রয়োজন সব মিটলে আইফোন কিনতে রাজী....আগে বলেন উপরে আমার সব প্রয়োজনগুলো ফ্রি পাব কিনা। সফটওয়ার কিনে ব্যবহার করতে পারবো না।
১০|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:১০
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:১০
তানজিম রহমান বলেছেন: এন্ড্রয়েড! ! "iPhone সবার জন্য না!"
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:০৮
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:০৮
ড্রাগন ফ্লাই বলেছেন: iPhone কার জণ্যে বলবেন কি???
১১|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:০৫
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:০৫
মাহমুদ গজনবী বলেছেন: আইফোন ব্যাবহার করতে পারেন। যেহেতু এন্ড্রইড ব্যাবহার করেছেন এখন আইফোন ব্যাবহারকরুন নতুন অভিজ্ঞতার জন্য।
আর আমি বলব আইফোনের পরে মজিলা ওস এবং উইন্ডজ ফোন ব্যাবহার করতে। আমার ও একই রকম প্লান আছে।
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:১১
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:১১
ড্রাগন ফ্লাই বলেছেন: মজিলা ওস এটার ব্যাপারে জানি না, তবে  উইন্ডজ ফোন ব্যাক ডেটেট....!!!
সেদিন খবর দেখলাম বিল গেটস এর মেয়েও আইফুন কিনতে চাচ্ছে, কিন্তু বিল গেটস অনুমতি দিচ্ছে না.....!!
১২|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:১০
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:১০
বোকামন বলেছেন: ভাইয়ের অনেক ট্যাআ না   
 
নকিয়া লুমিয়া ৯২০ কিনেন। সেট একখান রে ভাই জটিইইইইল
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:১৫
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:১৫
ড্রাগন ফ্লাই বলেছেন: সেট দেখতে যাই হোক আইফুন আর এন্ড্রয়েটের কাছে Symbian ওএস কিছুই না....!!!
নকিয়া হলো  Symbian ওএস
১৩|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:২৩
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:২৩
জাতির শ্বশুর বলেছেন: কাল লুমিয়া ৯২০ হাতে আসল ...সত্যি বলতে লুমিয়া ৯২০ হাতে আসার পর গ্যালাক্সি এস-৩ ভালো লাগে না .......এর ডিসপ্লে সুপার এমেলেড না হলে ও কালার,সাউন্ড সব ফাস্ট ক্লাস.....আমার জীবনের এ পযন্ত ব্যাভার করা স্মাটফোনের মধ্যে এটিতে আমি ১০০ ভাগ সন্তুস্ট........ডিসপ্লে চ্যালেন্জ ছুডে বলতে পারি ৯২০ ও গ্যালাক্সি এস-৩ ব্যাভার করার পর আপনি ৯২০ বেছে নিবেন......লুমিয়া ৯২০ আমার জীবনে ব্যবহার করা সেরা স্মাটফোন.......অনেকে উইন্ডোহ ফোন কে ফাউল বলে........আমি বলব ইউজ না করলে বুজবে না........আমি এব্ডু ফ্যান হলে ও লুমিয়া ৯২০ অসাম সব দিক থেকে ......৯২০ এর হেডফোন সাউণ্ড উপ অস্থির......না শুনলে কেউ বিশ্বাস করবে না........
১৪|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:২৭
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:২৭
তামিম ইবনে আমান বলেছেন: 
এন্ড্রয়েড 
১৫|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৩৫
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৩৫
নতুন বলেছেন: আপনার জন্য iphone 4s ই ভাল হবে.         iphone 5 আমার কাছে ভ্যালুফর মানি মনে হয় না. 
বাংলা লিখতে বেশ কস্ট হয়. কিন্তু পড়তেই ভাল
যারা বলে আইফোনের চেয়ে অন্য ফোন ভালো তাদের বেশির ভাগই ব্যবহার করেনাই
১৬|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৩৮
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৩৮
নতুন বলেছেন: উপরের কমেন্ট আইফুন দিয়াই লিখছি... লিখতে জান বাইর হইয়া গেছে..  ( এই প্রথম কমেন্ট করার চেস্টা করলাম আর কি.. )
  ( এই প্রথম কমেন্ট করার চেস্টা করলাম আর কি.. ) 
আইফোন ৪ এস কিনেন.... ৪ না...  তবে আইফোন ৫ও না... 
যে যতই ফোন ব্যবহার করেন না কেন...  সবাই আইফোন ব্যবহার করতে চায়... 
আমি মূলত ইন্টারনেট ব্যবহার, ব্লগ, পত্রিকা, স্কাইপি, ফেসবুক, টুইটার, ওয়ার্ডের কাজ..মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো ল্যাপটপের অনুপস্থিতিতে ঠেকা কাজ চালানো, ডিকশনারী, বাংলায় ব্লগ লেখা (মায়াবী সফটওয়ার ব্যবহার), নেভিগেশন ইত্যাদি সফটওয়ার ব্যবহার করতে চাই... 
ব্লগ পড়ার জন্য ভাল...>> লেখতে কস্ট হয়... 
স্কাইপ..ইয়াহু..গুগুল  ব্যবহার করা যায়... মেইলের জন্য বেশ ভাল... 
মায়াবীর কথা বলতে পারিনা... 
পয়সার সমস্যা না থাকলে আমার মনে হয় কেউই আইফোন ছাড়া অন্য কিছু কেনে না..  
 
১৭|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:০১
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:০১
জাতির শ্বশুর বলেছেন: সময় বদল হইছে.......আইফোন ৪ ,গ্যালাক্সি এস-৩ ও লুমিয়া ৯২০ তিনটা ব্যবহার করার পর যা বুজলাম......গতানুগতিক নিয়মের বাইরে উইন্ডোজ ফোন ৮ ডিপরেন্ট.....ব্যবসার সুবাধে নতুন সকল ফোনই ব্যাবহার করা........যারা বলে আইফোনই সেরা তারা কখনো পাথ্যক বুজবে না....সব গুলা উুজ করেন তাইলে বুজবেন......যদি ও আগে আমি উইন্ডোজ পছন্দ করতাম না....বাট এখন এন্ডু ও আইওস বাড ীয়ে এখন উইন্ডোজ ফ্যান.......  
   
   
   
 
১৮|  ০২ রা জুন, ২০১৩  বিকাল ৩:০৯
০২ রা জুন, ২০১৩  বিকাল ৩:০৯
দিগন্ত রবি বলেছেন: Windows is the best for all purpose !
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:২৩
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:২৩
Nurul Afser Ratan বলেছেন: এন্ড্রয়েড।