![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতে বাঙালি,ধর্মে ইসলাম আর ব্যবহারে বাদশাহী
ওরা কারা যারা,জয়ের নিশান
উরায় দেখায় স্বপ্ন,
ওরা কারা যারা মাটির বুকে,
ফলায় সবুজ স্বর্ণ।
ওরা কারা? ওরা কারা?
ওরা তারা, যারা তোমার আমার অট্টালিকার
ভিত্তি করেছে দান।
ওরা তারা যারা,তোমায়,আমায় সাহেব বানিয়ে
দিয়েছে উঁচু স্থান।
ওরা স্বর্ন,ওরা রত্ন,ওরা বাংলা মায়ের যত্ন
ওরা দামি,চিরনামি,ওরা শিল্পী মনের কর্ম।
ওরা আপন হস্তে বানায় দিয়াছে চির বাংলার ভিত
ওরাই উড়ায় জয়ের নিশান,
গায় বিজয়ের গীত।
ওরা কারা? ওরা কারা?
ওরা তারা, যারা তোমার অঙ্গ ঢাকে,দিব্যালোকে
ওরা তারা, যারা কাঁদতে জানেনা আপন শোকে।
ওরা তারা, যারা পর কে করে আপন,
আর আপনারে করে পর।
ওরা তারা,যারা নিজেরা ঘুমায় শ্মশান ঘাটে,
তোমারে লাগি বাধে ঘর।
ওরা তারা, ওরা তারা,ওরা শ্রমিক,ওরা যাযাবর।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯
সাহিদুর রহমান তুর্য বলেছেন: রাকু হাসান - দাদা আশায় ছিলাম, কেউ কিছু বলুক। আপনাদের অনুপ্রেরনা আমার পথচলা।ধন্যবাদ।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।
লিখুন বেশি বেশি।
শুভকামনা রইল।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯
সাহিদুর রহমান তুর্য বলেছেন: জি, ধন্যবাদ দাদা
৩| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৭
কাওসার চৌধুরী বলেছেন:
শুভ ব্লগিং। সামুতে আপনাকে স্বাগতম।
০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫০
সাহিদুর রহমান তুর্য বলেছেন: দোয়া চাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫০
রাকু হাসান বলেছেন:
ভালো লাগলো কবিতা । ব্লগে স্বাগতম ,শুভ ব্লগিং
বাহ প্রথমেই এম ভালো কবিতা ।
শুভকামনা ।