![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা নিতে অভ্যস্ত দিতে নয়। এটাকে আত্মকেন্দ্রিকতা বলা যেতে পারে। পাওয়ার জন্য সবি হারাতে হারাতে হারাধন বৈরাগির হয়ে গেলও আমরা বুঝতে চাইনা কেন আমার হারিয়ে গেল সব? একজন লাভার তার বিলাভারের কাছে অনেক কিছু পেতে চায় তার বিলাভারও অনেক পেতে চায়। ফলে কিছু পায় কিন্তু তার ছেয়ে বেশি হারায়। সাইকোলোজি বলবে ত্যাগি হতে হতে একসময় এমন কিছু পাওয়া যাবে তা ত্যাগের ছেয়ে আরো বড়। গভীর সাইকো হলে এটার স্বপক্ষে বলা যায়। আবার বর্তমানে বিশ্বাসী হলে উডিয়ে দিয়ে বলা যায় নিজেকে পথে বসিয়ে অন্যের উপকার করা যায়না। সাইকোলজি আমরা বিশ্বাস করি কন্তিু মানিনা। একজন যৌতুক দাবীদার স্বামী তার স্বপক্ষে বলতে পারে যে যৌতুক তার পাপ্য অনেকগুলো যুক্তি করতেও পারে এক্ষেত্রে প্রত্যেক মানুষ তার নিজ যায়গা থেকে সঠিক এই থিউরি এপ্লাইড। কিন্তু এমনও হতে পারে বিয়ের পর বর কনের সাথে এমনি ভাবে চলতে লাগল তাদের জীবন এমনিভাবে চলতে লাগল যেন ভালবাসার মানুষের কাছে কোন কিছু প্রত্যাশা করতে নেই শুধু সে একটু ভাল থাকুক একটু ভালবাসা তাকে দিতে পারাটা কর্তব্য। এভাবে দিন কাটতে লাগল আর ছোট্ট সংসারটিতে ক্ষুদ্র ক্ষুদ্র সুখ ভরে থাকতো। পক্ষান্তরে যৌতুক দাবীকরা স্বামী হয়তো জোর করে যৌতুক আদায় করলো বা করতে পারলোনা এবং ঘটন অঘটনে পটিয়শি হয়ে এখন পেরারি।
©somewhere in net ltd.