নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইটা একটা বালচাল (কাব্য বলিত)

ফান তুফান

নিজের সম্পর্কে বলার মতো কিছুই নাই, আহা যদি থাকতো...

ফান তুফান › বিস্তারিত পোস্টঃ

আমরা, আমাদের অস্তিত্ব এবং প্রকৃতির ভূমিকা

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২

একটা সময় আসবে হয়তো আমরা আর নিজেদের মধ্যে অন্তকোন্দল ধরে রাখতে পারবোনা। বিশ্বব্যাপি মানবতার চরম বিপর্যয় আমাদের অবস্থান খুবই শিগ্রই আমরা বুঝে উঠতে সক্ষম হবো। প্রকৃতির কাছে মানুষ কতই অসহায় তা প্রকৃতিই বার বার বুঝিয়ে দিচ্ছে। কিন্তু নগদে বিশ্বাসী হয়ে আমরা অতশত বুঝার ধারধারিনা। ঠিক সেই কারনে কেন যেন মনে হয় প্রকৃতি তার আসল রূপ আমাদের দেখাবে। এমন যদি হয় পকৃতি তার আসল রূপ নিয়ে হাজির হল আর আমরা অসহায় হয়ে ছেয়ে থাকবো শুধু নিষ্ঠুর অথচ সিম্পল ধ্বংশযজ্ঞ আর আমরা পরিনত হব নিরব ধ্বংশস্তুপে এমনটা হওয়া কতই ইজি।
সাধারনত কোন স্থানের ৩০-৪০ বছরের আবহাওয়া গড়কে আমরা জলবায়ু বলি। পৃথিবীতে সূর্যকিরণ পৌচায়, ভূ-পৃষ্ট শোষন করে এবং আবার সেই বিকিরণ মহাশূন্যে প্রতিফলিত হয়। প্রাকৃতিক নিয়মের শোষন বিকিরন প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি হতেই পারে এবং যদি সীমা অতিক্রম করে তাহলে ঘটে জলবায়ুর পরির্তন, পরিবেশেরও পরিবর্তন ঘটে এবং প্রকৃতি বিরূপ হয়।
নিরীক্ষায় দেখা গেছে দীর্ঘ কালের প্রকৃতিক বিরুপ প্রতিকৃয়ার ফলাফল আমরা পেয়ে থাকি। সময় হয়তো আমারদের একমাত্র প্রতিপক্ষ হিসেবে প্রকৃতিকে দাড় করিয়ে দিবে আমাদের সামনে, প্রকৃতির সাথে যুদ্ধ করেই আমাদের বাচতে ও মরতে হবে।
গত কয়েক দশকে আমরা দেখে আসছি ১৯৮৩ সালের জাতিসংগের সাধারণ পরিষদের পরিবেশ ও উন্নয়নবিষয়ক বিশ্ব কমিশন-ব্রুন্টল্যান্ড কমিশন, ১৯৯২ সালে ১৮৫ মিলিত সম্মেলন ব্রাজিলে ধরিত্রী সম্মেলন, ১৯৯৭ সালে নিউইয়র্কের ধরিত্রী+, ১৯৯৭ সালের জাপানের কিয়োটা সম্মেলন, ২০০০ সালের নেদারল্যান্ডের হেগ সম্মেলন, ২০০২ সালের জোহানেসবার্গের সম্মেলন, ২০০৭ সালে ইন্দোনেশিয়ার বালি সম্মেলন তার ধারাবাহিকতায় পরবর্তীতে ২০০৯ সালের ডেনমার্কের কোপেনহেগেনের সম্মেলন, ২০১০ এ মেক্সিকোর কানকুনের সম্মেলনে Green Climatege Fund গঠন, ২০১১ সালের দক্ষিন আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত সম্মেলন, ২০১২ সালে ব্রাজিলের রিও ডি এবং কাতারে দোহা সম্মেলন এই সবইতে ছিল পরিবেশ দূষন রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষার তুখুড় আলোচান প্লান প্রতিকৃয়া সহ গভীর দর্শন। কিন্তু ফলাফল জিরো। বাড়ছে বসাবাসের অযোগ্য শহর ও স্থানের সংখ্যা।
এটা আমাদের জন্য কি অশনি সংকেত নয়!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১০

আমি ময়ূরাক্ষী বলেছেন: আমাদের উচিৎ পরিবেশ ও প্রকৃতিকে বাঁচানোর সাথে সাথে আত্ময়োন্নের প্রতি সচেতন হওয়া।

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

ফান তুফান বলেছেন: পরিবেশ উন্নয়ন না হলেও আত্ময়োন্নয়নতো হচ্ছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.