নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবনার নিবেদনে হারিয়ে খুজি অথবা খুঁজে পাওয়াদের হারাইভাবনা খুজতে টু মারতে পারেন।\nhttps://fb.com/saifuddin.rajib

সাইফুদ্দিন রাজিব

মনে যা আয়, হেইয়্যাই কই !

সাইফুদ্দিন রাজিব › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার মধুমতী......।।

১৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:০৮


ভালোবাসার মধুমতী......।।
_________________
আবার ফিরিতে ইচ্ছে করে !
খুব করে, মধুমতীর তীরে।
পূবের বাতাসে আছড়ে পড়া ঢেউয়ে,
ভেসে যাওয়া প্রান্তরের খোজে !
অথবা নীরবে ভেসে জেলের ডিঙ্গিতে,
চাদের আলোয় রূপালী ইলিশে।

খুজে ফিরি সেই মেঠোপথ
তালগাছে মোড়া পথ পেরিয়ে,
যেথা একটু পরেই মধুমতী
স্রোতের গর্ভেই বিলীন হলো,
খুজেফেরা সেই স্রোতস্বিনী।

গড়াই পেরিয়ে দক্ষিণের পথে
নেই পালতোলাদের সারি।
ভাটির তোড়েও আর নেই
সুমধুর ভাটিয়ালী।

তবু ইচ্ছে করে ফিরে ফিরে আসি,
জীবনের খোজে বাচার প্রেরণায়
ফিরে আসি মধুমতীর আঙিনায়।


১০/০৮/২০১৬ রাত দুটো


ছবিঃ সামি মাধ্বী

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৭

অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩০

সাইফুদ্দিন রাজিব বলেছেন: স্বল্পপঠিত এই গতানুগতিক কবিতায় আপনার উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করবে।

সুস্থ থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.