![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে যা আয়, হেইয়্যাই কই !
খুজে ফেরা ভালোবাসা ও উড়নচণ্ডী প্রেম।
-------------------------
খানিকটা ভালোবাসা ছিলো বৈকি,
অন্যরকম ভালোবাসা !
পরের ভালোবাসাগুলোর পরিবর্তিত রং,
তবুওতো সেটা ভালোবাসা, হাওয়ায় হাওয়ায় প্রেম।
কখনো আট হাজার মাইল আবার সাড়ে ছয়,
উইকএন্ডের নির্ঘুম ভালোবাসা অথবা নির্ভয়।
উড়নচণ্ডী তুমিময় দিনগুলো, সত্যি মোহনীয় ছিলো !
একটা প্রশ্নো ছিলো তোমাতে !!
প্রেম এখন অঙ্গে ও রঙ্গে ! কিন্তু তুমি কি সেই ?
অবাধ প্রেমের আস্তরণ আমি গিলে খাই,
যেখানে তুমি সেই তুমি, অথবা নেই।
হয়ত সকালটা শুরু হয় তোমার ঠোঁটের স্পর্শে।
বলতে পারো রাতটাও রাত হয় একই ভাবেই,
যাকে তোমরা গুডনাইট কিস বলো !
তবু কেন যেন শূন্যতা, অথবা পূর্নতা নেই
নেই উড়নচণ্ডী প্রেম !
অথচ আমি শুধু তোমাতেই হারাতে চাই।
হাত বাড়ালেই ছুই তোমাকে, নাকে মুখে !
সারাদিনের তুমিময় ভাবনাগুলো সৃতিতে ফেরায়,
কখনো কখনো তোমাকে আমি খুব ভয় পাই জানো ?
তুমি কি বুঝতে পারো আমার ভালোবাসার ভীতি ?
সৃতি হাতড়ে কখনো খুজে দেখেছো কি,
সেই আট হাজার মাইল দুরের তোমাকে !
সেই চঞ্চলতা, পাবার আকুলতা তোমাতে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯
সাইফুদ্দিন রাজিব বলেছেন: এখানের ভীতিটা অন্যরকম ! এই ধরুন, পছন্দ অপছন্দের ব্যাপার, দূরত্বর ভালোবাসাতে এটা কম থাকে। খুব কাছে গেলে প্রতিটা ছোটখাটো জিনিশেই ভয় এসে যায়। তবুও একজন আরেকজনকে পেয়েও খুজে ফিরছে, স্বত্বার তাড়না আর কি।
ধন্যববাদ আপনাকে
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
ভালোবাস, নাকি হরমোনের স্বাভাবিক ক্রিয়া?
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫১
সাইফুদ্দিন রাজিব বলেছেন: দুটোই ! তবে কবিতা না হয়ে গল্প হলে বোধহয় ভালো হত, হরমোনের মিশ্রণ ঘটাতে গিয়ে ভালোবাসা গৌনতা হারাচ্ছে অথবা স্বত্বা হারাচ্ছে।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫২
সাইফুদ্দিন রাজিব বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: বাহ . . চমৎকার লিখেছেন। ভাল লাগলো।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩
সাইফুদ্দিন রাজিব বলেছেন: আপনার নামের শুভ্রতা ছড়াক আমার কবিতায়। ধন্যবাদ আপনাকেও
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
রুবিনা পাহলান বলেছেন: বাহ!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪
সাইফুদ্দিন রাজিব বলেছেন: ধন্যবাদ !
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখছেন, অভিনন্দন।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫
সাইফুদ্দিন রাজিব বলেছেন: হুম, ধ্রুবকের আলোয় মাঝে মাঝে আলোকিত হোক আমার লেখাও আপনাকে ধন্যবাদ
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০১
কানিজ রিনা বলেছেন: নানান পদের ভালবাসা দিয়ে একজনকে ভালবাসার
নাম প্রেম, বিশ্বাস যোগান দেয় ভালবাসার। বিশ্বাস
যদি না থাকে জনে জনে আবেগের ভালবাসা হয়
তাতে প্রেমের ছোয়া থাকেনা।
প্রেম সুর্যের আলোক রশ্ব্যির মত, যতই তারা খুজি
সুর্য ছারা বাঁচা যায়না।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮
সাইফুদ্দিন রাজিব বলেছেন: সুগভীর বিশ্লেষণ ! তবে অগণিত বিশ্বাসের পরেও ভালোবাসা কখনো কখনো তার রং হারায়। ভালোবাসা যেখানে আকাশ বেচে থাকাটা সেখানে প্রয়োজনের।
অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
আনিসা নাসরীন বলেছেন: ভালোবাসলে হয়তো ভীতিটাইও থাকে।
সুন্দর লেখেছেন।