![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
............যেখানে প্রথম ভালোবাসার সূর্যটি উদিত হয়েছিল ঠিক সেখানেই সেটি ডুবে যাবে ভাবতেই পারিনি। আসলে অসম্ভব রকমের একটা আত্মবিশ্বাস আমার উপর ভর করেছিল। তোমাকে হারাবো এটা আমি কখনো ভাবিনি তাইতো তোমাকে হারালে কতটুকু ব্যথা পাব তা আমার জন্য অনুমান করা সহজ ছিল না। আর তোমার ব্যপারটা আরো বেশী বতিক্রম। হারা আর জিতার পার্থক্যও মনে হয় তোমার বুঝার সুযোগ ছিলনা বা পাওনি। ঘটনাগুলো এমন ভাবেই ঘটে, সব কিছু বুঝতে পারলেতো আজ আমরা আলাদা হবার কথা আসতনা। এই আলাদা হবার আগে কিংবা তোমাকে হারানোর আগে আমি যেমনটা তোমাকে অনুভব করতাম এখন আর তেমনভাবে তোমাকে অনুভব করিনা। মাঝে মাঝে তোমাকে ভুলে থাকি বা থাকার অভিনয় করি আবার প্রায়ই এমন হয় তোমাকে ভাবলে, তোমাকে মনে পড়লে আমার কান্না চলে আসে। নিজেকে অভিশপ্ত মনে হয়, আমার ভালোবাসার মূল্যতো আমি দিতে পারিনি উল্টো আমি তোমার ভালবাসাকে মূল্যহীন বানিয়ে ফেললাম। জীবনে চলার প্রয়োজনে কখনো মন খারাপ হলে তোমাকে খুব বেশী মনে পড়ে। আমার মনের সুখ আর দুঃখের কথাগুলো আমি আজ কাউকে বলতে পারিনা, কারো সাথে শেয়ার করতে পারিনা। ভালো মন্দ সবকিছুই এখন আমার মধ্যে সীমাবদ্ধ। আগে যেখানে দু’জনে ভাগ করে নিতাম সেটা এখন একা একাই বহন করতে হচ্ছে। জীবনটা হয়তো এমনই, তোমাকে হারানোর পরেই আমি বুঝতে পারলাম তোমাকে আমার জীবনে কত প্রয়োজন। তোমাকে কখনো আমি পাবনা এটা যেমন সত্য তার চেয়েও বেশী সত্য আমার কাছ থেকে তুমি কখনো হারিয়ে যাবেনা। স্মৃতি হয়ে তুমি আমার কাছে সবসময়ই থাকবে আর আমি তোমার কাছে থাকব কোন একদিন আমার মতো কেউ একজন তোমার জীবনে
এসেছিল। তোমার সুখী সুন্দর জীবন কামনায়..
©somewhere in net ltd.