![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যত দূরে ভাব তুমি
তত দূরে আমি নই
আমি আছি তোমারই
মনের মনিকোঠায়
তবুও কেন ভাবছ তুমি
আমি তোমার নই
এখনও আছি আমি
তোমারই প্রতিক্ষায়.........
হাজারো লোকের ভিড়ে নিজেকে
বড় একা মনে হয়
প্রানবন্ত জীবনের মাঝেও
নিষ্প্রান আমি রই
তবুও কেন ভাবছ তুমি
আমি তোমার নই
নিভু নিভু জ্বালা তারকাগুলো
বড় অসহায় দেখা যায়
আনমনে একাকী তোমায় ভেবে
রাত জেগে আমি রই
তবুও কেন ভাবছ তুমি
আমি তোমার নই
©somewhere in net ltd.