নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বলা ভালোবাসা

এমএস ইসলাম

বলার মত কিছু নাই

এমএস ইসলাম › বিস্তারিত পোস্টঃ

অভিনয়

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৪



তুমিতো কখনও ভালবাসনি আমায়

যা ছিল সবই তোমার অভিনয়



ভালোবাসার স্বপ্ন দেখিয়ে

ভেঙ্গে দিলে এই মন

জীবন খেলায হেরে গিয়ে

অঝোর ধারায় কাঁদি এখন

তবু ও আছে এ মন তোমারই প্রতীক্ষায়..

তুমিতো কখনও ভালবাসনি আমায়

যা ছিল সবই তোমার অভিনয়



মিছে মায়ার জাল ছড়িয়ে

রাখছ করে আমায় আড়াল

মিষ্টি মধুর হাসি দিয়ে

ভুলালে আমার জ্বালা অনল

তবু ও রব আমি তোমারই অপেক্ষায়...

তুমিতো কখনও ভালবাসনি আমায়

যা ছিল সবই তোমার অভিনয়



দুঃখের বাঁধ ভেঙ্গে দিয়ে

শূন্য করলে মনের ঘর

অশ্রুজলে ভাসিয়ে নিলে

ভালবাসার স্বপ্ন আসর

তবু ও বাঁচতে চাই তোমারই ভালবাসায়...

তুমিতো কখনও ভালবাসনি আমায়

যা ছিল সবই তোমার অভিনয়!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.