![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতদিন বাঁচব আমি
তোমায় ভালবাসতে চাই
তুমি কি মনে রেখেছো আমায়
এখনও ভালবাসি আমি তোমায়
তোমার দেয়া ভালবাসার মাঝে আমি
বেঁচে থাকার নতুন স্বপ্ন দেখি
তুমি হীনা বিরহের সাথে আমি
নিজের জীবনেরই ছবি আঁকি
তোমার চলে যাওয়াটাই সব শেষ নয়...
তোমার বলা কথার মাঝে
একাকীত্ব ভুলে যাই
তুমি হীনা শূন্য হৃদয়
কল্পনার সাগরে ভাসিয়ে দেই
তোমায় হারিয়ে ফেলাটাই সব যাওয়া নয়...
তোমার লাজুক হাসির মাঝে আমি
আনমনে একাকী মুগ্ধ হই
তুমি হীনা জীবন ঘুড়ি
দুর আকাশে উড়িয়ে দেই
তোমার ভুলে যাওয়াটাই সব শেষ নয়...
©somewhere in net ltd.