![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা আমার কুল হারাল
ভাসলো গভীর জলে
কিভাবে খুঁজবো তোমায়
সীমাহীন আকাশের নীলে
একটু বলনা…….
সুখ আমার ভেসে গেলো
চোখের নোনা জলে
স্বপ্ন আমার হারিয়ে গেল
তোমার করা ছলে
আমি কেমন করে বুঝাব
আমায় তুমি বলনা…
স্মৃতি আমার মুছে গেল
তোমায় হারানোর বেদনাতে
জীবন আমার থমকে দাঁড়াল
হতেই তুমি আড়াল
আমি কেমন করে ভুলব
আমায় তুমি বলনা…
ভালোলাগা আমার তলিয়ে গেল
মিথ্যে আশার স্রোতে
অনূভূতি আমার মিশে গেল
ঘুম না আসা রাতে
আমি কেমন করে দূরে রাখব
আমায় তুমি বলনা…
©somewhere in net ltd.