![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনও আমি তোমাকে খুঁজি
প্রভাতের ডাক দেয়া শিশিরে
জমে থাকা ঘাসের ডগায়
কুয়াশার জাল ভেদ করে
উঁকি মারা রবির আলোয়
এখনও আমি তোমাকে খুঁজি
রংধনুর রংয়ে মিশে থাকা
দূর আকাশের অসীম নীলিমায়
মাটির বুকে তীব্র রোদের
মাঝে মাঝে পড়া মেঘের ছায়ায়
এখনও আমি তোমাকে খুঁজি
গেীধুলীর শেষ বিকালে
অস্ত যাওয়া সূর্যের মাঝে
নীড়ে ফিরে আসা পাখির
আঁধার হয়ে যাওয়া সাঝেঁ
এখনও আমি তোমাকে খুঁজি
রাতের আঁধারে ঘোর অনামিশায়
জোনাকির নিভু নিভু পথ চলায়
হাড় কাঁপানো কনকনে শীতের
শীর শীর করা হাওয়ায়
©somewhere in net ltd.