![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ তোমায় কেন জানি
খুব বেশী পড়ছে মনে
জানিনা তুমি কেমন আছ
ভাল থাকবে নিশ্চয়ই
তুমি ভাল থাকলেই যে
আমি ভাল রই
স্মৃতিগুলো ভেসে উঠে
বাঁধানো যেন মনের পাতায়
অঝোর ধারায় ঝরে জল
জমে থাকা চোখের কোনায়
তবুও তোমার হাসিমুখ পড়লে মনে
আমি কান্না ভুলে যাই
তুমি ভাল থাকলেই যে
আমি ভাল রই
তোমাকে ছাড়া জীবন আমার
কাটানো বড় দায়
আকাশ ছোঁয়া হতাশাগুলো
আমায় বারবার নি:স্ব করে দেয়
তবুও তোমার পুরনো ছবি দেখে
সান্তনা খুজেঁ নেই
তুমি ভাল থাকলেই যে
আমি ভাল রই
©somewhere in net ltd.