![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতদিন খাকবে প্রান এদেহে তোমায়
রাখতে চাই ভালবাসার পরশে
যদি তুমি সুযোগ দাও আমায়
তোমার মনের আরশে
মেঘগুলো যেমন করে
করে রাখে সূর্যকে আড়াল
বৃষ্টি যেমন করে
ভিজিয়ে দেয় বিল আর খাল
আমি তেমন করে
দৃষ্টি হয়ে রব তোমারই পাশে
আলো যেমন করে
সরিয়ে দেয় রাতের আঁধার
বাতাস যেমন করে
উড়িয়ে দেয় ধুলি আর ঝড়
আমি তেমন করে
শিখা হয়ে রব তোমারই পাশে
আশা যেমন করে
হারাতে দেয় না কল্পনা
স্বপ্ন যেমন করে
বাড়িয়ে দেয় প্রেরনা
আমি তেমন করে
দিশা হয়ে রব তোমারই পাশে
©somewhere in net ltd.