![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের চেয়ে বেশী ভালবাসি বলে
কখনো তোমাকে হারাতে চাই না
তুমি ছাড়া জীবন আমি
সাজাতেও চাইনা
তোমার কোমল হাতের ছোঁয়ায়
ছুয়েঁ দাও আমার দুটি হাত
জীবনের গল্প বলে দাও
কাটিয়ে নিঝুম এই রাত
এক সেকেন্ডের জন্যও আমি
তোমায় আড়াল করতে চাইনা
মিষ্টি হাসির পরশ দিয়ে
ভরিয়ে দাও শূন্য হৃদয়
মায়াভরা কথার জালে
দু:খ কষ্ট করো বিদায়
একটি বারের জন্যও আমি
তোমায় ভুলে থাকতে চাইনা
হৃদয়ের সবটুকু ভালবাসা দিয়ে
জড়িয়ে রাখ সারাক্ষন আমায়
চোখের মাঝে রাখ চোখ
যেন হারিয়ে না যাই
এক পলকেরে জন্যও দৃষ্টি
আমি সরিয়ে রাখতে চাই না
©somewhere in net ltd.