![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি বলে তাই
বারে বারে সামনে দাঁড়াই
আমায় আপন করে নিয়ে
তোমার মনে দিও গো ঠাঁই
কখনো যদি কান্না আসে
মুছে দিও চোখের জল
বিষন্নতায় ভরা মুখ ঢেকো
দিয়া তোমার আঁচল
তোমার ভালবাসায় যেন
আমি সব কষ্ট ভুলে যাই
কখনো যদি দু:খ পাই তবে
পাশে থেকে দিও সান্ত্বনা
মনে মনে করো তুমি
আমার সুখ কামনা
তোমার সহানুভূতির ছোঁয়ায়
খুশিতে মন ভরিয়ে দিতে চাই
কখনো যদি ভয় পেয়ে যাই
জড়িয়ে রেখে দিও সাহস
প্রানের মাঝে ছড়িয়ে দিও
অনাবিল শান্তির পরশ
তোমার জড়ানো মায়া ছেড়ে
আমি কি করে হারিয়ে যাই
©somewhere in net ltd.