![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় এত বেশি ভালবেসে
করেছি বড় ভুল
জীবনের বিনিময়ে এখন দিচ্ছি
সে ভুলের মাশুল
দিন কাটে আমার যাযাবর
সন্নাসীর মত ঘুরে দেখে
রাত কাটে আমার
নিশাচরের মত জেগে থেকে
কাজের সাথে এখন আর
থাকেনা মনের কোন মিল
তোমারই জন্য হলাম
আজ আমি ছন্নছাড়া
পাগলের মত ঘুরি
হয়ে আমি দিশেহারা
নিয়তির কাছে হার মেনে
আমি হয়েছি শুধুই বিফল
এখন সময় আর কাটেনা
চলার পথও শেষ হয় না
বারে বারে খুজেঁ ফিরে
তোমার মনের ঠিকানা
এলোমেলো পথ চলে
পথের ঠিকানা করেছি ভুল
©somewhere in net ltd.