![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার ভালবাসা যেখানে
তুমি করলে শেষ
সেখান থেকে শুরু হল
আমার ভালবাসার রেশ
নেই ভাল এখন আমি
যাচ্ছি হয়ে নিঃশেষ
নতুন জীবন গড়ে তুমি
আছ ভালই বেশ
শূন্য মনের জ্বালা নিয়ে
দ্বিকবিদিক হয়ে গিয়ে
যাচ্ছি হয়ে বেহুশ
হেসে খেলে কাটাও তুমি
সুখে ভরা জীবন
বিরহের স্মৃতি ভেসে চলে
ভাঙ্গা মনের বেলা নিয়ে
করে দিয়ে হতাশ
©somewhere in net ltd.