![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি না এলে
বর্ষা আসে মনের ফাগুনে
ফুল ফুটেনা বাগানে
চাদেঁ আসে না পূর্নিমা
তুমি না এলে
আকাশটা থাকে মেঘে ডাকা
হিমেল হাওয়া জাগায় না শিহরন
সাগরে খেলেনা ঢেউ
তুমি না এলে
রাতের কাটেনা অমাবষ্যা
সূর্য ছড়ায় না উত্তাপ
তারাগুলো নিভু নিভু জ্বলে
তুমি না এলে
ফুলগুলো ছড়ায় না সুবাস
সুর আসে না গানে
কবিতাগুলো হারায় ছন্দ
তুমি না এলে
©somewhere in net ltd.