![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে সাথে নিয়ে
চলেছি যতটুকু পথ আমি
সেখান থেকে যদি তুমি
দূরে সরে চলে যাও
আমি ফিরব কিভাবে একা
তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছি
সেই স্বপ্ন যদি ভেঙ্গে দাও
তবে বাকি জীবন সাজাব
আমি কি করে একা
তোমাকে নিজের করে
কাছে টেনে নেবার পর
যদি তুমি দূরে ঠেলে দাও
তবে সারা সময় থাকব
আমি কি করে একা
জীবনের চেয়েও বেশী
তোমাকে ভালবাসার পর
যদি তুমি ফিরিয়ে দাও
তবে দুনিয়ার তরে বাঁচব
আমি কি করে একা
©somewhere in net ltd.